Todays Weather Report: মকর সংক্রান্তিতে উধাও হল ঠান্ডা, আবহাওয়ার উলটপুরাণে বৃষ্টি শুরু হল এই দুই জেলায়

Prosun Kanti Das

Published on:

Advertisements

Todays Weather Report: আলিপুর আবহাওয়া দপ্তর ফের পূর্বাভাস দিল আবহাওয়ার পরিবর্তনের। সপ্তাহের শুরুতেই দেখা গেল আবহাওয়ার তারতম্য। পূর্বাভাস অনুযায়ী মকর সংক্রান্তিতে তাপমাত্রা বৃদ্ধি পেল। এমনকি আগামী কয়েক ঘন্টার পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ফের বাড়বে। তবে দক্ষিণবঙ্গের মানুষের স্বস্তি একটাই যে কলকাতার সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। শীত মানেই ঘন কুয়াশা, আজকেও ঘন কুয়াশার সম্ভাবনা থাকবে। যত বেলা বাড়বে কেটে যাবে এই কুয়াশা। মকর সংক্রান্তির বিশেষ দিনে পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ায় এক আমূল পরিবর্তন আসতে চলেছে। ঠান্ডা তো পড়বেই না বরং পারদ বৃদ্ধি পাবে। আজকের এই প্রতিবেদনে জানতে পারবেন সারাদিনের আবহাওয়া সম্পর্কে।

Advertisements

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (Todays Weather Report)? চলুন জেনে নিই চটজলদি। কলকাতা, হুগলি, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে ঘন কুয়াশার সতর্কতা। আলিপুর আবহাওয়া দপ্তর যদিও জানিয়েছে যে, ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে উত্তর-পশ্চিম দিক থেকে। গত তিন দিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। কিন্তু এই মকর সংক্রান্তিতে ঠান্ডার পরিবর্তে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গে।

Advertisements

পশ্চিমী ঝঞ্ঝার কারণে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে উত্তর-পশ্চিম ভারতে। কলকাতা ও দক্ষিণবঙ্গের আকাশে কুয়াশা ও মেঘলা থাকবে আগামী ২ থেকে ৩ দিন। আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের আবহাওয়া বিজ্ঞানী এইচ আর বিশ্বাস বলেন, ১৬ই জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে তিন ডিগ্রি পর্যন্ত এবং ১৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। বৃষ্টির সম্ভাবনা তেমন নেই বললেই চলে।

Advertisements

আরও পড়ুন:Weather UpdateWeather Update: পশ্চিমী ঝঞ্ঝার কারণে পৌষ সংক্রান্তির আগেই গায়েব ঠান্ডা, আর কি ফিরবে শীত

দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না বলে উত্তরবঙ্গেও যে তাই থাকবে এমনটা কিন্তু নয় (Todays Weather Report)। বরং উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং ও কালিম্পংয়ে তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদাতে ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে। দৃশ্যমানতা ৫০ মিটার বা তার নীচে নেমে আসতে পারে এই জেলাগুলিতে।

মকর সংক্রান্তির বিশেষ দিনে গোটা রাজ্যে কেমন আবহাওয়া (Todays Weather Report) থাকবে চলুন জেনে নিই। জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদাতে আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী ঘন কুয়াশা থাকবে। অন্যদিকে আবার কলকাতা, হুগলি, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে সতর্কতা জারি করা হয়েছে বিক্ষিপ্ত কুয়াশার। কলকাতায় মাঝারি কুয়াশার সম্ভাবনা। দৃশ্যমানতা ৫০ মিটার বা তার নীচে নেমে আসতে পারে এই জেলাগুলিতে। আবহাওয়াবিদদের রিপোর্ট অনুযায়ী, ১৬ই জানুয়ারির পর আবার তাপমাত্রা কমবে। ফের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।

Advertisements