Toilet System of Indian Railways Where does excrement go: দেশের বিভিন্ন প্রান্তে ভারতীয় রেল যেন শিরা-উপশিরার মতো ছড়িয়ে রয়েছে। প্রত্যন্ত গ্রাম হোক কিংবা শহর সব জায়গাতেই আপনি দেখতে পারবেন রেললাইন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেখানে অন্য কোন পরিবহন দেখা যায় না, সেখানেও ভারতীয় রেল গর্বের সঙ্গে রাজত্ব করছে। দূর হোক কিংবা কাছে আপনিসহজেই ট্রেনে করে চলে যেতে পারবেন আপনার গন্তব্যস্থলে। সাধারণত দূরপাল্লার ট্রেনগুলোতে বাথরুমের পরিসেবা পাওয়া যায়। যাত্রী সুবিধার্থে এই ব্যবস্থা নেওয়া হয়ে থাকে কিন্তু ট্রেনে মলমূত্র ত্যাগ করলে তা আদৌ কোথায় যায় (Indian Railways Toilet System)?
আপনারা অনেকেই দূরপাল্লার ট্রেনে যাতায়াত করেছেন এবং সেই সময় নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বাথরুমের নিচ খোলা থাকতো। ফলে যাত্রীরা ট্রেনে মলমূত্র ত্যাগ করলে তা লাইনেই পড়ে যেত। কিন্তু এতে রেলের অনেকটাই ক্ষতি হচ্ছিল এবং পরিবেশের পক্ষেও যা অত্যন্ত ক্ষতিকর। সেই কারণে রেল অন্য ব্যবস্থা চালু করেছে (Indian Railways Toilet System)।
খোলা জায়গায় মলমূত্র ত্যাগ পরিবেশের পক্ষে কখনোই ভালো না। এই ব্যবস্থা নিষিদ্ধ করা হয়েছে পরিবেশের কথা চিন্তা করেই। কিন্তু তারপরও রেল ট্র্যাকের ওপর মল পড়ে থাকতে দেখা গেছে। এই সমস্যার সমাধান করার জন্যই ভারতীয় রেল এই সিদ্ধান্ত নিয়েছে। চলুন বিস্তারিতভাবে জেনে নিই কি সেই নতুন ব্যবস্থা (Indian Railways Toilet System)?
ভারতীয় রেলে আগে ওপেন ডিসচার্জ সিস্টেম ব্যবহার করা হত, যার ফলে টয়লেটে যখনই কেউ যেত মল, মূত্র ট্র্যাকে পড়ত। খেয়াল করে দেখবেন বিশেষ করে ট্রেন স্টেশনে দাঁড়ালে ময়লা সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ত ট্র্যাকে। সেই কারণে যাত্রীদের স্টেশনে ট্রেন দাঁড়ালে টয়লেট ব্যবহার করতে দেওয়া হতো না। এর সবথেকে ভালো সমাধান হলো কন্ট্রোল ডিসচার্জ সিস্টেম (Indian Railways Toilet System)। এতে ট্রেন যখনই ৩০ স্পিডে উঠবে মল, মূত্র ত্যাগ করা হবে। এতে হয়তো স্টেশন পরিষ্কার থাকতো কিন্তু ট্র্যাকের ময়লা আগের মতোই থাকত।
অবশেষ ডিআরডিও ময়লা এড়ানোর পাকাপাকি সমাধান নিয়ে এসেছে। ভারতীয় রেলওয়ে ডিআরডিওর সহযোগিতায় বায়ো টয়লেট ব্যবস্থা ট্রেনে স্থাপন করেছে। এই ব্যবস্থা আসল উদ্দেশ্য হল একটি চেম্বার এর মধ্যে মল মূত্র প্রবেশ করবে এবং সেখানে আগে থেকে ব্যাকটেরিয়া থাকবে। মানুষের বর্জ্য এই চেম্বারে যাওয়ার পর জলে রূপান্তরিত হবে। বর্জ্যের শক্ত অংশ কোন বন্ধু ছাড়াই ডাম্পিং সেকশনে গিয়ে জড়ো হবে। নোংরা বর্জ্য পদার্থ থেকে যে জল উৎপন্ন হয় তা পুনরায় ব্যবহার করা হয়। এভাবে ময়লা ঠেকাতে সমাধান বের করে ভারতীয় রেল।