রেশনে দুর্নীতি, অভিযোগ জানাতে চালু হলো টোল ফ্রি নম্বর

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর লকডাউন জারি হতেই কেন্দ্র এবং রাজ্য দুই সরকারই দেশের দুঃস্থ দরিদ্র নাগরিকদের কথা মাথায় রেখে বিনামূল্যে রেশন দেওয়ার বন্দোবস্ত করে। আর এই বন্দোবস্তে উপকৃত হন দেশের কম করে ৮০ কোটি নাগরিক। রাজ্য সরকারের তরফ থেকেও রাজ্যের ৮ কোটি মানুষকে এই সুবিধা দিয়ে আসছে। যে কারণে লকডাউন এবং লকডাউন পরবর্তী আনলক পর্যায়ে পকেটে টান পরলেও কিছুটা লাঘব হয়েছে এই বিনামূল্যে রেশন ব্যবস্থা।

Advertisements

Advertisements

তবে লাভ যেমন হয়েছে ঠিক তেমনই বিনামূল্যে এই রেশন ব্যবস্থা নিয়ে অভাব-অভিযোগেরও কমতি নেই। এখনো পর্যন্ত বহু মানুষ ভর্তুকিযুক্ত ডিজিটাল রেশন কার্ড পাননি যারা সত্যি এই যোজনার দাবিদার। তবে তারা যেন দ্রুত এই সুবিধা পেয়ে থাকেন তার বিষয়ে তৎপরতাও শুরু করেছে সরকার। তবে এই অভিযোগ ছাড়াও আরও গুরুতর অভিযোগ রয়েছে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের। যেগুলির মধ্যে উল্লেখযোগ্য অভিযোগগুলি হলো, রেশনে দেওয়া খাদ্য সামগ্রীর গুণগত মান, খাদ্য সামগ্রী কম দেওয়া ইত্যাদি। এছাড়াও আরও একটি গুরুতর অভিযোগ হলো, বহু মানুষের অভিযোগ যারা সত্যিকারের বিনামূল্যে রেশন পাওয়ার দাবিদার হয়ে থাকেন তারা না পেয়ে বেশকিছু মানুষ এই যোজনার সুবিধা উঠাচ্ছেন যারা আর্থিকভাবে অনেকটাই স্বচ্ছল। অর্থাৎ দুঃস্থ দরিদ্র মানুষদের পরিবর্তে এই সুবিধা পেয়ে যাচ্ছেন আর্থিকভাবে স্বচ্ছল মানুষেরা। আর এই সকল দুর্নীতির কথা মাথায় রেখে অভিযোগের জানানোর জন্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয়েছে টোল ফ্রি নম্বর।

Advertisements

রেশন সংক্রান্ত যেকোন দুর্নীতির বিষয়ে অভিযোগ জানাতে নাগরিকরা যোগাযোগ করতে পারেন ১৮০০১৮০২০৮৭, ১৮০০২১২৫৫১২ বা ১৯৬৭ নম্বরে। এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে আলাদাভাবে দেওয়া নম্বর ১৮০০৩৪৫৫৫০৫ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। কেউ যদি ইমেল মারফত যোগাযোগ করতে চান তাহলে তাকে ইমেল করতে হবে itcellfswb1@gmail.com আইডিতে। এই নম্বরগুলিতে অভিযোগ জানানো ছাড়াও রেশন সংক্রান্ত যেকোন অনুসন্ধান করা যেতে পারে। অর্থাৎ কোন মাসে কি পরিমাণ কি খাদ্যদ্রব্য দেওয়া হবে তা সংক্রান্ত কোনো রকম সংশয় থাকলে তাও জেনে নেওয়া যেতে পারে এই নম্বরগুলিতে যোগাযোগ করে।

প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণ চলাকালীন কেন্দ্র সরকারের তরফ থেকে আগামী নভেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে রেশন খাদ্য সামগ্রী দেওয়ার ঘোষণা করা হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisements