নিজস্ব প্রতিবেদন : এক জায়গায় অনাবৃষ্টি আর অন্য জায়গায় অতিবৃষ্টির কারণে প্রত্যেক শাক সবজির (Vegetables) দাম ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন শাকসবজির পাশাপাশি সবচেয়ে বেশি দাম বাড়তে দেখা গিয়েছে টমেটোর (Tomato)। এছাড়াও এই তালিকায় রয়েছে লঙ্কা, আদা ইত্যাদি। তবে উল্লেখযোগ্য ভাবে আলোচনায় এসেছে টমেটো। টমেটো বর্তমানে বিভিন্ন বাজারে বিভিন্ন রকম দামে বিক্রি হচ্ছে।
কোন কোন জায়গায় টমেটো এখন বিক্রি হচ্ছে ১৫০ টাকা কিলো দরে আবার কোন কোন জায়গায় এর দাম পৌঁছে গিয়েছে ২০০ টাকা কিলো। স্বাভাবিকভাবেই এত দাম সাধারণ মানুষদের নাজেহাল করছে। তবে সাধারণ মানুষকে এমন নাজেহাল অবস্থা থেকে উদ্ধার করার জন্য কেন্দ্রের তরফ থেকে দাম নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যদিও তা কেবলমাত্র সামান্য কিছু জায়গায় সস্তায় মিলছে।
তবে এই পরিস্থিতিতেই ১৫০ টাকা বা ২০০ টাকা কিলোর পরিবর্তে মাত্র ৭০ টাকা কিলোয় টমেটো বিক্রি হচ্ছে অনলাইনে। অনলাইন একটি বিপণনী সংস্থা এমন অর্ধেকের কম দামে টমেটো সরবরাহ করছে। অনলাইন ওই সংস্থাটি মূলত ONDC এবং NCCF -এর সঙ্গে জোট বেঁধে এমন অফার দিচ্ছে গ্রাহকদের। ওই অনলাইন সংস্থা হল পেটিএম প্রাইভেট লিমিটেড (Paytm)। সংস্থার তরফ থেকে মঙ্গলবার সস্তায় টমেটো বিক্রি নিয়ে এমনই বিবৃতি দেওয়া হয়েছে।
১৫০ টাকা বা ২০০ টাকা কিলোর পরিবর্তে মাত্র ৭০ টাকা কিলো দরে এমন টমেটো পেটিএম-এর তরফ থেকে সরবরাহ করা হচ্ছে দিল্লি এনসিআর এলাকায়। এছাড়াও ওই এলাকায় কেন্দ্রীয় সরকারের সমবায় ন্যাশনাল কো -অপারেটিভ কনজিউমার ফেডারেশন (NCCF) এবং NAFED এর তরফ থেকে মোবাইল ভ্যানের মাধ্যমেও সস্তায় টমেটো বিক্রি করা হচ্ছে। তবে এত সস্তায় টমেটো পাওয়ার ক্ষেত্রে একটি শর্ত রাখা হয়েছে।
সংস্থার তরফ থেকে দেওয়া শর্ত অনুযায়ী কোন গ্রাহক যত ইচ্ছে টমেটো কিনতে পারবেন না। নিয়ম অনুযায়ী একজন গ্রাহক সপ্তাহে দু’কিলো টমেটো নিতে পারবেন। একজন সাধারণ পরিবারে সপ্তাহে এক কিলো টমেটো প্রয়োজন হয় না। সুতরাং এই শর্ত গ্রাহকদের কাছে কোন রকম বাধার সৃষ্টি করবে না।