নিজস্ব প্রতিবেদন : বছরের বিভিন্ন মরশুমে যে সকল শাক সবজি ফসলের দাম বৃদ্ধি পেতে দেখা যায়, তাদের মধ্যে অন্যতম হলো টমেটো এবং পেঁয়াজ। সামান্য প্রাকৃতিক বিমুখতা এই সকল শাক সবজির দাম অনেক বাড়িয়ে দেয়। কখনো দেখা গিয়েছে টমেটো ২০০ টাকা কিলো, কখনো আবার পেঁয়াজ দেখা গিয়েছে ৩০০ টাকা কিলো ছাড়িয়েছে। যদিও এখনই এমন পরিস্থিতি আসেনি, তবে কিছু কিছু জায়গায় টমেটোর দামের (Tomato Price) রীতিমতো ছ্যাঁকা লাগতে শুরু করেছে।
দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে টমেটোর উৎপাদনে বাধা তৈরি হয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যেভাবে দেশজুড়ে টমেটোর চাহিদা রয়েছে সেই অনুযায়ী যোগান না থাকার কারণে হঠাৎ করে এখন টমেটোর দাম বাড়তে শুরু করেছে। দেশের একটি এলাকায় ইতিমধ্যেই টমেটোর দাম ১০০ টাকা কিলো ছাড়িয়েছে। এখন এই টমেটো পশ্চিমবঙ্গে (Tomato Price In WB) কত টাকা কিলো দরে বিক্রি হচ্ছে চলুন দেখে নেওয়া যাক।
উপভোক্তা বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জানা গিয়েছে, জুন মাসে টমেটোর বড় দাম বেড়েছে প্রতি কিলোতে ১২.৪৬ টাকা। মে মাসের ৩১ তারিখ পর্যন্ত টমেটোর গড় দাম ছিল প্রতি কিলো ৩৪.১৫ টাকা, সেই জায়গায় জুন মাসে ২০ তারিখের তথ্য অনুযায়ী এখন টমেটোর গড় দাম দাঁড়িয়েছে ৪৬.৬১ টাকা। জুন মাসে দিল্লির মতো জায়গায় টমেটো বিক্রি হয়েছে মাত্র ২৮ টাকা কিলো দরে।
কেন্দ্রীয় তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, বর্তমানে দেশের ১৭ টি রাজ্যে টমেটোর দাম রয়েছে প্রতি কিলো ৫০ টাকার বেশি, ৯টি রাজ্যে টমেটোর দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে ৬০ টাকার বেশি কিলো দরে। ৪টি রাজ্যে টমেটোর দাম বেড়ে এখন প্রতি কিলো দাঁড়িয়েছে ৭০ টাকার বেশি। আর একটি অঞ্চলে টমেটোর দাম এখন বেড়ে দাঁড়িয়েছে প্রতি কিলো ১০০ টাকারও বেশি।
দেশের মধ্যে সবচেয়ে বেশি দামে এখন টমেটো বিক্রি হচ্ছে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। গত ২০ জুনের তথ্য অনুযায়ী আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে এক কিলো টমেটো কিনতে হলে বাসিন্দাদের খরচ করতে হচ্ছে ১০০.৩৩ টাকা। কেরলে এক কিলো টমেটো কেনার জন্য বাসিন্দাদের খরচ করতে হচ্ছে ৮২ টাকা। মিজোরাম ও তামিলনাড়ুর মতো রাজ্যের টমেটো এখন বিক্রি হচ্ছে ৭০ টাকা কিলো দরে। ৬০ টাকা কিলো দরে টমেটো বিক্রি হচ্ছে তেলঙ্গানা, গোয়া, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং মহারাষ্ট্রের মতো রাজ্যে। অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, সিকিম, ওডিশা, দাদরা ও নগর হাভেলি, মেঘালয়, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এখন টমেটোর দাম ৫০ টাকা কিলো। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই দাম দিন কয়েকের মধ্যেই হু হু করে বেড়ে যেতে পারে।