মকর সংক্রান্তিতে কি কি করা একেবারেই উচিত নয়

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বছরে ১২টি সংক্রান্তির মধ্যে মকর সংক্রান্তি সনাতন ধর্মালম্বী মানুষদের কাছে অধিক গুরুত্বপূর্ণ। শাস্ত্র এবং পৌরাণিক বিভিন্ন কাহিনী অনুসারে এই মকর সংক্রান্তির গুরুত্ব রয়েছে। মকর সংক্রান্তির দিন সূর্যের ধনু মকর রাশিতে প্রবেশ করে। আর এই মুহূর্তেই মকর সংক্রান্তি পালন করা হয়।

Advertisements

Advertisements

পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে মকর সংক্রান্তি পালন করা হয়ে থাকে। তবে মকর সংক্রান্তি উপলক্ষে জমজমাট হয়ে ওঠে গঙ্গাসাগর। কথিত আছে এই দিন বিষ্ণুর বৃদ্ধাঙ্গুষ্ঠ থেকে গঙ্গা নির্গত হয়ে ছিলেন এবং তিনি ভগিরথকে অনুসরণ করে পৌঁছে গিয়েছিলেন কপিল মুনির আশ্রম। সেখানে ভগিরথ এর পূর্বপুরুষ মহারাজ সগরের পুত্রদের মুক্তি প্রদান করে সাগরে মিশে যান।

Advertisements

এছাড়াও এই মকর সংক্রান্তিকে কেন্দ্র করে রয়েছে পিতামহ ভীষ্মের কাহিনী। যশোদার উপবাসের কাহিনী। মকর সংক্রান্তির সময় থেকে দক্ষিণায়ণের সমাপ্তি হয় এবং উত্তরায়ণের সূচনা হয়। আর এই সময় থেকেই শুরু হয় বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশের মত মাঙ্গলিক কাজগুলি। যে কারণে এই মকর সংক্রান্তি বেশ তাৎপর্যমণ্ডিত। আর এই তাৎপর্যের কারণেই শাস্ত্র অনুযায়ী মকর সংক্রান্তির দিন ভুলেও বেশ কিছু কাজ করা উচিত নয়।

শাস্ত্র অনুযায়ী মকর সংক্রান্তির দিন কি কি করা উচিত

১) মকর সংক্রান্তির দিন দান করলে শতগুণ ফল লাভ করা যায় বলে কথিত রয়েছে। তাই এই সময় যথাসাধ্য দরিদ্র, অসহায় ব্যক্তিদের দান করা উচিত।

২) শাস্ত্র মতে এদিন সূর্যকে চাল ও লাল ফুলে জলের অর্ঘ্য দিতে হয়। সূর্যের বীজমন্ত্র জপ করা উচিত। সূর্য ছাড়াও এদিন লক্ষী, বিষ্ণু এবং শিবের পুজো করা উচিত।

৩) মকর সংক্রান্তির দিন সূর্য শনির সাথে দেখা করার জন্য শনির রাশি মকরে প্রবেশ করেন। যে কারণে এই দিন গুরুজনদের সম্মান জানানো এবং তাদের থেকে আশীর্বাদ নেওয়া উচিত।

৪) মকর সংক্রান্তির দিন ঝাঁটা কিনলে ঘরে সমৃদ্ধি হয়, এমনটা কথিত রয়েছে। মনে করা হয় ঝাঁটায় লক্ষ্মী বাস করেন।

৫) মকর সংক্রান্তির দিন গরুকে ঘাস খাওয়ানো উচিত।

৬) এই দিন তুলসীর চারা রোপণ করলে সুফল পাওয়া যায় বলেও মনে করা হয়।

৭) মকর সংক্রান্তিতে তিল ও খিচুড়ির দান পুণ্য দান বলে মনে করা হয়।

শাস্ত্র অনুযায়ী মকর সংক্রান্তিতে যা করা একেবারেই উচিত নয়

১) শাস্ত্র অনুযায়ী মকর সংক্রান্তির দিন গাছ কাটা, মেয়েদের মাথায় শ্যাম্পু করা, পুণ্যকালে দাঁত পরিষ্কার করা একেবারেই উচিত নয়।

২) সংক্রান্তির দিন মসলাদার খাবার ছাড়াও সিগারেট, বিড়ি এবং মদ থেকে দূরে থাকা উচিত।

৩) এই দিন গরু অথবা মহিষের দুধ দোয়া উচিত নয় বলে মনে করা হয়।

৪) সংক্রান্তির দিন ভুল করেও পেঁয়াজ, রসুন, মাছ, মাংস খাওয়া উচিত নয়।

৫) মকর সংক্রান্তিতে ভাষার নিয়ন্ত্রণ রাখা উচিত। অশ্রাব্য ভাষা ব্যবহার না করার পাশাপাশি রাগ নিয়ন্ত্রণে রাখার কথা বলছে শাস্ত্র।

৬) মকর সংক্রান্তিতে বাড়িতে কোন ভিক্ষুক, সাধু অথবা সন্ন্যাসী আসেন তাহলে তাকে কখনোই খালি হাতে ফেরানো উচিত নয়। নিজের সামর্থ্য অনুযায়ী দান করা উচিত। বাড়িতে তিলের বস্তু থাকলে তা দান করলে মঙ্গল হয়।

৭) স্নানের পর সূর্যকে অর্ঘ্য দেওয়ার সময় লোহা, স্টিল অথবা প্লাস্টিকের পাত্রে অর্ঘ্য দেওয়া অনুচিত।

৮) মকর সংক্রান্তির দিন নোংরা জামা-কাপড় পরিধান করা উচিত নয়। পারলে নতুন জামা কাপড়, না হলে পরিস্কার পরিচ্ছন্ন জামা-কাপড় পরিধান করা উচিত।

৯) এই দিন তুলসী গাছের পাতা তোলা উচিত নয়।

Advertisements