বাংলায় সস্তা, বাংলাদেশে চড়া ইলিশ! দাম শুনলে কেনা তো দূর ভয়ে দাঁড়াবেনই না!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্ষার মরশুম (Monsoon) শুরু হতেই চারদিকে আমদানি হচ্ছে টন টন ইলিশ (Ilish)। ইলিশ মাছের আমদানি বাড়তেই বিভিন্ন জায়গায় দাম কমছে। পশ্চিমবঙ্গের (West Bengal) বিভিন্ন বাজারে এখন অনেক সস্তায় মিলছে ভালো ভালো ইলিশ। আবার কোন কোন জায়গায় একেবারেই জলের দলে বিক্রি হচ্ছে ইলিশ। তবে এমন পরিস্থিতিতেই বাংলাদেশে (Bangladesh) হাত দেওয়া যাচ্ছে না রুপোলি ফসলে।

Advertisements

পশ্চিমবঙ্গের কলকাতা সহ অন্যান্য জায়গা যেমন দীঘা (Digha) ইত্যাদি জায়গায় এখন ইলিশ মাছ অনেক কম দামে মিলছে। শুক্রবার দিঘায় বিপুল পরিমাণে ইলিশ মাছ ওঠার ফলে ৫০০ গ্রামের বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে মাত্র ৫০০ থেকে ৮০০ টাকা কিলো দরে। আবার এক কিলো বা তার বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে মাত্র ১০০০ টাকা থেকে ১২০০ টাকার মধ্যে।

Advertisements

আবার কোন কোন জায়গায় ইলিশ মাছ বিক্রি হচ্ছে মাত্র ২৫০ টাকা থেকে ৩০০ টাকা কিলো দরে। যদিও এই সকল সস্তার ইলিশ মূলত গঙ্গার খোকা ইলিশ। তবে গঙ্গার ইলিশ অথবা খোকা ইলিশের তুলনায় বাংলাদেশের পদ্মার ইলিশের দাম সবসময়ই চড়া থাকে। কিন্তু এই ভরা বর্ষার মরশুমেও যে এইভাবে ইলিশের দাম এত চড়া থাকবে তা বাংলাদেশীদের কাছে চিন্তাভাবনার একেবারেই বাইরে।

Advertisements

ভরা বর্ষার মরশুমেও বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে না বিভিন্ন জলাধার থেকে বলেই জানা গিয়েছে। পর্যাপ্ত পরিমাণে ইলিশ না পাওয়ার কারণে দাম আকাশছোঁয়া হয়ে দাঁড়িয়েছে। বাজারে ইলিশের সংকট দেখা দেওয়ায় চাঁদপুরে এখন এক একটি ইলিশের দাম দাঁড়িয়েছে ১০০০০ টাকা।

সেখানকার চাঁদপুরের মাছঘাটে মহম্মদ আলাউদ্দিন নামে এক মাছ ব্যবসায়ী দু কেজি ওজনের এক একটি ইলিশ মাছের দাম হেঁকেছেন ১০০০০ টাকা। বাজারে মাছের যোগান কম থাকায় এত দাম বৃদ্ধি পেয়েছে বলে জানা যাচ্ছে এবং তিনি বেশ কিছু মাছ নিয়ে বসলেও খরিদ্দার পাচ্ছেন না বলে দাবি করেছেন। মাছের দাম জিজ্ঞেস করে ক্রেতারা মাছ না কিনেই চলে যাচ্ছেন এমনটাই বক্তব্য তার। সত্যি বলতে এত দাম দিয়ে কেইবা কিনবেন ইলিশ।

Advertisements