ফিরে দেখা একুশের মন জয় করা ১০টি বলিউড সিনেমা

শর্মিষ্ঠা চ্যাটার্জী : ২০২১ তো শেষ হতে চলছে। রাত পেরোলেই নতুন বছরের সূচনা। বছর দুয়েক যাবৎ করোনা অতিমারীর কারণে বলিউড ইন্ডাস্ট্রি বেশ মার খেয়েছিল। তবে বর্তমানে ফের দর্শক ফিরছে হলগুলিতে। সেই ২০২১ এ ফিরে দেখে নেওয়া যাক একবার কোন কোন সিনেমা স্থান করে নিলো সেরার লড়াইয়েও।

১) শেরশাহ : বলিউডে সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আডবানীর অভিনয়ে কার্গিল যুদ্ধের নায়ক বিক্রম বাত্রার জীবনী অবলম্বনে এই বায়োপিক এই বছরে সেরার সেরা শিরোপা পেয়েছে। ছবিতে বিষ্ণু বর্ধনের গান গুলিও সমানভাবে দর্শকদের মন কেড়েছে। সর্বাধিক দেখা সিনেমার তকমা পেয়েছে এই সিনেমাটি।

২) চণ্ডীগড় করে আশিকী : আয়ুষ্মান খুরানা ও। বাণী কাপুর অভিনীত এই সিনেমা বছরের শেষ ভাগে এসে দর্শকদের মন জয় করে নিয়েছে। সমাজের প্রচলিত ধারার বিপরীতে হেঁটে রূপান্তরিত নারীর সাথে প্রেমের ঘটনাই উঠে এসেছে এই ছবিতে।

৩) বেল বটম : ছবির মূল গল্প ভারতীয় বিমান হাইজ্যাকের ঘটনাকে কেন্দ্র করে। প্রধান চরিত্রে অক্ষয় কুমার তার অভিনীত দ্বারা একেবারে চমক দিয়েছে। এই ছবিকে ঘিরে দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে।

৪) তুফান : পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা এবং অভিনেতা ফারহান আখতার দুই পরিচালক জুটি বেঁধে স্পোর্টসধর্মী এই গল্প রচনা করেছেন। স্বাভাবিকভাবেই দুর্দান্ত হয়েছে এই সিনেমা।

৫) জয় ভীম : চলতি বছরে গুগলে সর্বাধিক সার্চ হওয়া সিনেমা এটি। দক্ষিণী তারকা সুরিয়া অভিনীত এই ছবি যেভাবে জনপ্রিয়তা লাভ করেছিল তেমনই সমালোচনা ব্যাপক হয়েছিল সিনেমা নিয়ে।

৬) সূর্যবংশী : অক্ষয় ক্যাটরিনা অভিনীত এই সুপারহিট সিনেমা যে করোনা পরবর্তী সময়ে পুনরায় হলে দর্শক ফিরিয়ে দিয়েছিল তা বলার আর অপেক্ষা রাখেনা।

৭) ৮৩ : এক অন্যমাত্রার আবেগ জড়িত এক ছবি। বছরের প্রায় শেষ ভাগে রণবীর দীপিকা অভিনীত এই ছবি ভারতীয়দের জন্য অত্যন্ত স্পেশাল কারণ প্রথমবার ট্রফি এসেছিল ভারতে। সেই ঘটনাই উঠে এসেছে পর্দায়।

৮) সন্দীপ অউর পিঙ্কি ফারার : পরিচালক দিবাকর বন্দোপাধ্যায়ের পরিচালনায় অর্জুন কাপুর ও পরিণীতা চোপড়ার অভিনয়ে এই সিনেমা যে দর্শকের মন জয় করতে অধিক সময় নেয়নি তা বোঝাই গিয়েছে। ডার্ক কমেডিকে মানুষের সামনে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে এই সিনেমাতে।

৯) শেরনি : বিদ্যার অভিনয়ে সারা ছবিতে থ্রিলের সাথে সাথে গভীর জঙ্গলের বর্ণনা ছবিকে এক অন্যমাত্রা দিয়েছিল। তাই এই ছবি যে দর্শক মন ছুঁয়ে ফেলবে বোঝাই গিয়েছিল।

১০) সর্দার উধম : ইংরেজ শাসিত ভারতবর্ষের চিত্র থেকে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ইতিহাসকে নির্ভর করে তৈরি হয়েছে এই ছবি । ছবিতে ভিকি কৌশলের অসাধারণ অভিনয় ছবিকে অন্য জায়গায় পৌঁছে দিয়েছে।