সামনে এলো মাধ্যমিক পরীক্ষার ফলাফল ২০২৩, দেখে নিন প্রথম দশের তালিকা

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার সকাল ১০টায় মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result ২০২৩) প্রকাশ করা হলো। এবার মাত্র ৭৬ দিনের মাথায় মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এই বছর মোট পাশের হার ৮৬.১৫%। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লক্ষ ৪২ হাজার ৩২১। যাদের মধ্যে উত্তীর্ণ ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন। পাশের হার গত বছরের তুলনায় কম। মেধা তালিকার দিকে নজর রাখলে দেখা যাবে, প্রথম দশে জায়গা করে নিয়েছে ১১৮ জন।

Advertisements

প্রথম : প্রথম হয়েছেন কাটোয়া দূর্গাদাসী চৌধুরাণী গার্লস হাই স্কুলের ছাত্রী দেবদত্তা মাঝি। দেবদত্তার প্রাপ্ত নম্বর ৬৯৭।

Advertisements

দ্বিতীয় : শুভম পাল, রিফাত হাসান, তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯০।

Advertisements

তৃতীয় : অর্ক মণ্ডল, সৌম্যদীপ মল্লিক, মহম্মদ সারওয়ার ইমতিয়াজ, মাহির হাসান, সরাজ পাল, অর্ঘ্যদীপ সাহা, তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯০।

চতুর্থ : সমাদৃতা সেন, অনীশ বাড়ুই, তুহিন বেরা, অর্ক বন্দ্যোপাধ্যায়, অরিজিৎ মণ্ডল, শুভজিৎ দে, সুপ্রভ আদক। প্রাপ্ত নম্বর ৬৮৯।

পঞ্চম : অন্বেষা চক্রবর্তী, এসান পাল, রূপায়ান পাল, এসকে শাহীদ ওয়াসিফ, অনুশ্রেয়া দাস, শুভজীৎ দেব, প্রাপ্ত নম্বর ৬৮৮।

ষষ্ঠ : বিদিশা কুণ্ডু, অনিক বারুই, সৌমজিৎ দাস, সৌমজিৎ নাইন, সুর্যেন্দু মণ্ডল, অপূর্ব সামন্ত, প্রাণীল জশ, সতীর্থ সাহা, রায়ান আবেদিন, ঋদ্ধিশ দাস, সুচেতনা রায়। প্রাপ্ত নম্বর ৬৮৭।

সপ্তম : সুচেতনা রায়, অদৃজ গুপ্ত, অনুষ্পিতা সাঁতরা, যিষ্ণু ঘোষ, সুমন হাজরা, দেবশঙ্কর সাঁতরা, শিবেন্দু বেরা, শুভজীপ সরকার, প্রাপ্তি ঘোষাল, স্নেহা কর, সৌমী দে, ঋদ্ধিক পাল, সামরিক আখতার, প্রান্তিক গঙ্গোপাধ্যায়, সরন দেবনাথ, সত্যম বণিক, গোলা। প্রাপ্ত নম্বর ৬৮৬।

অষ্টম : অর্পণ সেন বর্মন, তিস্তা বেরা, শুভজিৎ বেজ, সোনাই মুখার্জী, অর্চিষ্মন চক্রবর্তী, সমিতা প্রামানিক, শেখ আফিফ জাহিন, রাজদীপ শাসমল, প্রত্যুষা বর্মন, ফারহীন আক্তার, আফিয়া আজিলা, অরণ্য লালা, দেব কুমার মিশ্র, রুদ্রনীল ঘোষ, অয়ন রশিদ, মহম্মদ ফাহিম আনিস, দেবজ্যোতি ভট্টাচার্য, শিবম মন্ডল। প্রাপ্ত নম্বর ৬৮৫।

নবম : রুদ্রনীল ঘোষ, অভীক আদক, শিবম পাঠক, আরিয়ান গোস্বামী, অর্কপ্রণ জানা, দৈপায়ন মান্না, শুভ্র সাধুখাঁ, সমুদ্র দত্ত, কৃষ্ণকলি ত্রিপাঠী, সুমাল্য মহাপাত্র, শ্রেয়া চক্রবর্তী, শবনম পরভিন, শুভদীপ চপাদার, ঈশিতা ভট্টাচার্য। প্রাপ্ত নম্বর ৬৮৪।

দশম : তুষালি ঘোষ, তন্ময় ঘোষ, তনয়া টিকাদার, প্রত্যূষ চট্টোপাধ্যায়, শমিক মাহাতা, সাগ্নিক মণ্ডল, রুদ্রনীল দাস, রাকিব রানা লস্কর, সমায়িতা দাস, নম্রতা কোলে, অয়নদীপ সেনগুপ্ত, বিনায়ক সেনাপতি, ময়ূখ পাত্র, বিরেশ ঘোষ, বর্ণময় বারিক, সাগ্নিক রায়। প্রাপ্ত নম্বর ৬৮৩।

Advertisements