লতা মঙ্গেশকরের সেরা ৫টি বাংলা গান, যেগুলি চিরস্মরণীয় হয়ে থাকবে আজীবন

SHARMISTHA CHATTERJEE

Updated on:

Advertisements

শর্মিষ্ঠা চ্যাটার্জী : সুরের জগতের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের অবদান অবিস্মরণীয়। সুরের জাদুতে ডুবিয়ে রেখেছিলেন তিনি মানুষকে। বয়স যখন নব্বই ছুঁই ছুঁই সেই সময়েও নিজের সুরের কণ্ঠের জাদুতে তাক লাগিয়েছেন তিনি। মোট ৩৬ টি আঞ্চলিক ভাষার সাথে সাথে আরও বিদেশী ভাষাতেও ওনার গান রয়েছে। তবে শিল্পী এক সাক্ষাৎকারেও বলেছিলেন, বাংলার মতো মধুর ভাষা আর হয়না। তাইতো বাংলা ভাষায় লতা মঙ্গেশকরের গাওয়া কিছু গান চিরকাল অমর রয়ে যাবে।

Advertisements

Advertisements

১) একবার বিদায় দে মা- বাংলা ছবি ‘সুভাষচন্দ্র’-এর ‘একবার বিদায় দে মা’, গানটি লতা মঙ্গেশকরের গলায় গাওয়া। দেশভক্তি মূলক এমন গান খুব কমই রয়েছে। সমানতালে এত বছর কেটে গেলেও এই গানের কদর কিন্তু কোনো অংশেই কম হয়ে যায়নি।

Advertisements

২) সাত ভাই চম্পা জাগো রে- রুপকথার ওপর ভিত্তি করে তৈরি হওয়া সিনেমা, যেখানে সন্ধ্যা রায় ও বিশ্বজিৎ চ্যাটার্জী অভিনয় করেছিলেন সেই সিনেমার ‘সাত ভাই চম্পা’নামের টাইটেল সং টিও লতাজীর কণ্ঠে।

৩) আমি যে কে তোমার- ‘অনুরাগের ছোঁয়া’ ছবির সেই বিখ্যাত গান যা আজও সমানভাবে শোনা যায়, ‘আমি যে কে তোমার,’ লতা মঙ্গেশকরের কণ্ঠেই এই গান এত বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল।

৪) ও মোর ময়না গো- ও মোর ময়না গো, গানটি সলিল চৌধুরীর কথায় ছিল যে গান গেয়েছিলেন লতা মঙ্গেশকর।

৫) আজ মন চেয়েছে- ‘শঙ্খবেলা সিনেমার সেই বিখ্যাত গান, ‘আজ মন চেয়েছে’ লতা মঙ্গেশকরের গলায় এত খ্যাতি অর্জন করে।

Advertisements