সেরা মাইলেজ অথচ সস্তা, দেশের পাঁচটি মোটরসাইকেল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আধুনিকতার ছোঁয়ায় এখন অন্যান্য জিনিসের মত মোটরসাইকেলের ক্ষেত্রেও এসেছে নানান স্টাইল। তবে সে যাই হোক এখনো পর্যন্ত ভারতের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয়ে থাকে ১০০-১২৫ সিসির কমিউটার সেগমেন্টের মোটরসাইকেল। এর পিছনে কারণও রয়েছে। কারণ মোটরসাইকেল কেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে তিনটি জিনিসের দিকে নজর রাখা হয় সেই তিনটি জিনিস হল মাইলেজ, দাম কম এবং মেনটেনেন্স খরচ কম।

Advertisements

১) ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মোটরসাইকেলের তালিকায় নাম রয়েছে Hero Splendor Pro। এই মোটরসাইকেলটিতে রয়েছে ৯৭.২cc সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন। ARAI-এর মত অনুযায়ী এর মাইলেজ ৯০ kmpl। এর এক্স শোরুম প্রাইস ৪৯,৪৮৫ টাকা।

Advertisements

২) মাইলেজ এবং দামের দিক দিয়ে তালিকায় যে সকল মোটরসাইকেলের নাম উঠে আসে তার মধ্যে আরেকটি হলো Bajaj CT 100। এই মোটরসাইকেলে রয়েছে ১০২cc সিঙ্গেল-সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন। ARAI-এর মত অনুযায়ী এর মাইলেজ ৮৯ kmpl। এই মোটরসাইকেলের এক্স শোরুম প্রাইস ৫৩,৬৯৬ টাকা।

Advertisements

৩) মাইলেজের বিচারে ভারতে বিক্রিত মোটরসাইকেলের তালিকায় রয়েছে TVS Star City Plus এর নাম। এই মোটরসাইকেলের মাইলেজ হলো ৮৬ কিলোমিটার প্রতি লিটার। ১০৯.৭ cc ফোর-স্ট্রোক ইঞ্জিন ইঞ্জিন রয়েছে এই মোটর সাইকেলে। এই মোটরসাইকেলটির এক্স শোরুম প্রাইস ৭০,০০৫ টাকা।

৪) Bajaj Platina 110, মাইলেজের বিচারে জনপ্রিয় মোটরসাইকেলের তালিকায় অন্যতম এই মোটরসাইকেলটি। এই মোটরসাইকেলের মাইলেজ ARAI-র মত অনুযায়ী ৮০kmpl। এতে রয়েছে ১১৫ সিসি, ৪-স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, ইলেকট্রনিক ইনজেকশন-সহ এয়ার-কুলড ইঞ্জিন। এর এক্স শোরুম প্রাইস ৬৫,৯৩০ টাকা।

৫) মাইলেজের তালিকায় অন্যতম জনপ্রিয় একটি মোটরসাইকেল হলো Honda CD 110 Dream। এতে রয়েছে ১০৯.৫১ cc ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন। এর মাইলেজ ৭৪ kmpl। এই মোটরসাইকেলটি এক্স শোরুম প্রাইস ৬৪,৫০৫ টাকা।

Advertisements