ভারতের সবচেয়ে ব্যয়বহুল জায়গা হল এই ৫টি, খরচ বিদেশের থেকেও বেশি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারত শুধু দেশ নয়, ভারতকে উপমহাদেশ বলা হয়। বিশ্বজুড়ে যা যা রয়েছে সেই সকল প্রায় সব কিছুরই সমাহার খুঁজে পাওয়া যায় ভারতে। এরই পরিপ্রেক্ষিতে ভারতকে এমন আখ্যা দেওয়া হয়ে থাকে। ভারতের মতো এই উপমহাদেশে ঘোরার জায়গার কমতি নেই। তবে এই সকল ঘোরার জায়গার মধ্যে এমন কিছু জায়গা রয়েছে যা বিদেশের থেকেও ব্যয়বহুল।

Advertisements

১) ভারতে ঘোরার জায়গার মধ্যে অন্যতম হলো আন্দামান। এই আন্দামান বিদেশের তুলনায় কম কিছু নয়। বিদেশের অনুভূতি এখানে যেমন পাওয়া যায় ঠিক তেমনি এখানকার খরচও ব্যয়বহুল। এখানকার খরচ বিদেশের তুলনায় কম কিছু যায় না। হ্যাভলক আইল্যান্ড, পোর্ট ব্লেয়ার এবং নিল আইল্যান্ডের মতো বহু জায়গায় থাকা-খাওয়া থেকে শুরু করে সব ক্ষেত্রেই অনেক বেশি খরচ করতে হয়। এছাড়াও স্থানীয় ভ্রমণের ক্ষেত্রে ক্যাব অথবা অন্য কিছু ভাড়া করার জন্য অনেক খরচ করতে হয় পর্যটকদের।

Advertisements

২) কেরলের কুমারাকম যেমন দেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, ঠিক তেমনি এখানে পর্যটকদের খরচও অনেক করতে হয়। এই জায়গাটি এত সুন্দর যে লোকেরা এখানে কেবল ব্যাকওয়াটার উপভোগ করতে আসে।

Advertisements

৩) ভারতের অন্যতম এবং জনপ্রিয় বিবাহের জায়গা হিসেবে পরিচিত উদয়পুর। ওবেরয় উদয়ভিলাস, তাজ প্যালেস এবং ললিত লক্ষ্মী বিলাস প্রাসাদের মতো অনেক বিলাসবহুল সম্পত্তি রয়েছে। বিলাস বহুল ছুটিযাপনের জন্য এর তুলনা হবে না। তবে এখানে খরচও হয় ভারতের অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি।

৪) ব্যয়বহুল ভ্রমণের জায়গা হিসেবে ভারতে যার নাম প্রথম দিকের তালিকায় উঠে আসে সেটি হল গোয়া। মাত্র চার দিনের জন্য এই দক্ষিণ গোয়া এলাকায় ঘোরার জন্য এক একজন পর্যটকের ২০ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়। তবে এর পাশাপাশি বাজেট ফ্রেন্ডলি ভ্রমণের ক্ষেত্রেও গোয়া অন্যতম।

৫) পৃথিবীর স্বর্গ অর্থাৎ কাশ্মীর ভ্রমণের ক্ষেত্রেও প্রচুর টাকা খরচ করতে হয় পর্যটকদের। ভারতের অন্যান্য জায়গার তুলনায় এখানে অনেক খরচ করতে হয় এবং এই খরচ বহু ক্ষেত্রেই বিদেশ ভ্রমণের থেকে বেশি হয়ে যায়। তবে পৃথিবীর এই স্বর্গ ঘুরে দেখার ক্ষেত্রে সেই সকল খরচ পর্যটকদের কাছে তুচ্ছ হয়ে দাঁড়ায়।

Advertisements