লাল্টু ও রায়হান রেজা : বৃহস্পতিবার নির্ধারিত সময়ে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। চলতি বছর পরীক্ষা না হওয়ায় বিকল্প পদ্ধতির মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়। অন্যদিকে ফলাফল প্রকাশ করা হলেও মেধা তালিকা প্রকাশ করা হয়নি। তবে প্রথম দশের একটি তালিকা সামনে এসেছে। এই প্রথম দশে রয়েছেন মোট ৮৬ জন পড়ুয়া। যাদের মধ্যে বীরভূমের রয়েছেন পাঁচজন।
বীরভূমের এই ৫ পড়ুয়া এবং তাদের অভিভাবকরা পরীক্ষার ফলাফলে খুশি হলেও প্রত্যেকেই জানিয়েছেন, পরীক্ষা হয়ে যদি এই নম্বর পাওয়া যেত তাহলে তারা আরও বেশী খুশী হতেন।
বীরভূমের প্রথম দশে যে পাঁচজন পড়ুয়া রয়েছেন তারা হলেন সার্বনি চ্যাটার্জী, বঙ্গাব্দ দাস, সৌরভ নন্দী, পুষ্পল হাজরা এবং সপ্তর্ষি মণ্ডল।
সার্বনি চ্যাটার্জী : প্রাপ্ত নম্বর ৪৯৮। রামপুরহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র। রামপুরহাটের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
বঙ্গাব্দ দাস : প্রাপ্ত নম্বর ৪৯৮। রামপুরহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র। রামপুরহাটের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
সৌরভ নন্দী : মুরারই একে ইনস্টিটিউটের ছাত্র। তার প্রাপ্ত নম্বর হলো ৪৯৭। মুরারইয়ের বালিয়া গ্রামের বাসিন্দা।
পুষ্পল হাজরা : বীরভূম জেলা স্কুলের ছাত্র। প্রাপ্ত নম্বর ৪৯২। পুষ্পল সিউড়ির লালকুঠি পাড়ার বাসিন্দা।
সপ্তর্ষি মণ্ডল : সপ্তর্ষি মন্ডল দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের পড়ুয়া। তার প্রাপ্ত নম্বর ৪৯০।