ভারতে নিষিদ্ধ PUBG, রইলো বিকল্প ৫টি সেরা গেমের সন্ধান

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বুধবার কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন করে মোবাইল গেমিং অ্যাপলিকেশন PUBG সহ ১১৮ টি অ্যাপলিকেশন ভারতে নিষিদ্ধ করলো। কেন্দ্র সরকারের বিবৃতি অনুসারে, দেশের প্রতিরক্ষা ও সার্বভৌমত্ব এবং নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার উদ্দেশ্যে এমন পদক্ষেপ।

Advertisements

আর জনপ্রিয় এই গেম PUBG নিষিদ্ধ হয়ে যাওয়াই সমস্যায় দেশের গেমিং প্রিয় নেটিজেনরা। তবে হতাশার এত কারণ নেই, কারণ একই ধরনের বিকল্প অনেকদিন উপলব্ধ রয়েছে প্লে স্টোরে। এক নজরে দেখে নেওয়া যাক PUBG-এর বিকল্প ৫টি সেরা গেম। PUBG-র বিকল্প হিসেবে এই ৫টি গেমের প্রত্যেকটির গ্রাফিক্সই প্রায় পাবজির মতো। অর্থাৎ লুকিংয়ের দিক থেকে কোনটাই কম নয়।

Advertisements

১) কল অফ ডিউটি  (Call of Duty: Mobile) : কল অফ ডিউটি পাবজি-র অন্যতম প্রতিদ্বন্দ্বী। গেমটি মূলত ফার্স্ট পার্সন শুটার (FPS) হিসেবে খেলা যায়। এতে একটি বিশাল ম্যাপ রয়েছে এবং জম্বিদের সাথে লড়াই করার জন্য ব্যাটেল-রয়্যাল মোড রয়েছে। এই গেমটি অ্যান্ড্রয়েড ও আইওএস, উভয় প্ল্যাটফর্মে বিনামূল্যে উপলব্ধ। গেমটির সাইজ ১.৫ জিবি।

Advertisements

২) গ্র্যান্ড ব্যাটল রয়াল (Grand Battle Royale) : গুগল প্লে স্টোরে এই গেমটি ২০১৮ সালে উপলব্ধ হয়েছে এবং এখনও রয়েছে। এই গেমের জনপ্রিয়তাও বিপুল।

৩) ফোর্টনাইট (Fortnite: Battle Royale) : ২০১৭ সালে বাজারে আসে আমেরিকার সংস্থা এপিক গেমসের তৈরি এই অনলাইন ভিডিও গেম। তিনটি আলাদা গেমের মোডের সংস্করণ পাওয়া যায় এই গেমে। তবে বর্তমানে এই গেমটি গুগল প্লে স্টোরে পাওয়া যায় না।

তবে অ্যান্ড্রয়েড ফোন যাদের কাছে আছে তারা এপিক গেমস ওয়েবসাইট থেকে এই গেমটি ইনস্টল করতে পারবেন এবং স্যামসাং ব্যবহারকারীরাও গ্যালাক্সি স্টোর থেকে গেমটি ফোনে নামাতে পারবেন। কিন্তু আইফোনে ব্যবহারকারীরা এই গেম খেলতে পারবেন না।

৪) রুলস অফ সারভাইভাল (Rules of Survival) : এই গেমটি PUBG-র মতো হলেও পাবজির চেয়ে ভাল বলে মতামত পোষণ করেছেন বিশেষজ্ঞরা। এটি পাবজি মোবাইল গেমের হুবহু সংস্করণ বলা চলে।

গেমের লেটেস্ট ভার্সনে একসাথে সর্বোচ্চ ৩০০ জন খেলতে পারবেন এবং ৮×৮ কিলোমিটার ম্যাপ জুড়ে প্রতিযোগিতা করার সুযোগ রয়েছে।  গেমের মূল পর্বে প্রবেশের আগেই আপনি নিজের চরিত্রটিকে নিজের পছন্দ মত গুছিয়ে নিতে পারেন। একই সাথে রয়েছে আলাদা আলাদা অনেক ম্যাপ আর প্রতিটি ম্যাপে খেলোয়াড়ের সংখ্যা ১২০।

৫) গ্যারেনা ফ্রি ফায়ার (Garena Free Fire) : এই গেমটি অ্যান্ড্রয়েড এবং আইওএসের জন্য বাজারে আসে কয়েক বছর আগেই। ‘১১১ ডটস স্টুডিও’ এর সিঙ্গাপুরে একটি সংস্থা গ্যারেনা এই গেমের প্রস্তুতকারক সংস্থা।

এই গেমটি ২০১৯ সালে বিশ্বে সর্বাধিক ডাউনলোড হয়েছিল এবং গুগল প্লে স্টোরের সেরা জনপ্রিয় গেমের তকমাই পেয়েছিল। এই গেমে খেলোয়াড়রা এমন এক ক্ষেত্রে প্রবেশ করেন যেখানে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে শেষ পর্যন্ত শুধুমাত্র একজনই বিজয়ী অবশিষ্ট থাকেন।

Advertisements