Advertisements

ডলার তো পিঁপড়ে, এই ৭ দেশের মুদ্রার সামনে মাথা তুলতে পারে না আমেরিকাও

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দিন দিন বেড়ে চলেছে ডলারের দাম। দিন দিন এই ডলারের দাম বৃদ্ধি পাওয়ার ফলে চিন্তা বাড়ছে ভারতের। ডলারকে বিশ্বের শক্তিশালী মুদ্রা হিসেবে ধরা হয়ে থাকে। কারণ অধিকাংশ দেশের মুদ্রার দাম ডলারের সঙ্গে তুলনা করা হয়। তাই বলে ডলার যে সবচেয়ে শক্তিশালী তা কিন্তু ঠিক নয়। বিশ্বের এমন কিছু দেশ রয়েছে যাদের মুদ্রা ডলারের তুলনায় অনেক বেশি শক্তিশালী।

Advertisements

১) কুয়েতের দিনার বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা। এখানে বিপুল পরিমাণে খনিজ সম্পদ হিসাবে তেল রয়েছে। কুয়েতের এই তেলের দিকে তাকিয়ে থাকে বিশ্ব। যে কারণে এখানকার মুদ্রার দাম সবচেয়ে বেশি। কুয়েতের এক দিনার সমান ভারতীয় মুদ্রায় ২৬৫ টাকা।

Advertisements

২) বিশ্বের দ্বিতীয় শক্তিশালী মুদ্রা হিসেবে জায়গা করে নিয়েছে বাহিরিনের দিনার। এখানকার এই মুদ্রা ডলারের তুলনায় অনেক শক্তিশালী। এখানকার এক দিনার সমান ভারতীয় মুদ্রায় ২১৭ টাকা।

Advertisements

৩) ১৯৪০ সালে ওমান রিয়াল চালু করে তাদের দেশের মুদ্রা হিসাবে। এর আগে পর্যন্ত এই দেশের মুদ্রার নাম ছিল রুপি। দামের নিরিখে এক ওমানি রিয়াল সমান ভারতীয় টাকায় ২০৮ টাকা।

৪) তেল রপ্তানি করে বিশ্বের আরও একটি দেশ হিসেবে জর্দানের কারেন্সি জর্দানিয়ান দিনার শক্তিশালী জায়গায় পৌঁছে গিয়েছে। এখানকার মুদ্রার এক জর্দানিয়ান দিনার সমান ভারতীয় মুদ্রায় ২০৮ টাকা।

৫) কেম্যানিয়ান ডলার হলো বিশ্বের পঞ্চম শক্তিশালী ডলার। এই মুদ্রার মুদ্রার সংক্ষিপ্ত নাম হল CI$। এক কেম্যানিয়ান ডলার সমান হলো ভারতীয় মুদ্রায় ৯৬.১৯ টাকা।

৬) জিব্রাল্টারের জিব্রাল্টার পাউন্ড শক্তির দিক দিয়ে বিশ্বের ষষ্ঠ স্থানে রয়েছে। এক জিব্রাল্টার পাউন্ড সমান হল ভারতীয় মুদ্রায় ৯৪ টাকা।

৭) ব্রিটিশ পাউন্ড শক্তির দিক দিয়ে জিব্রাল্টার পাউন্ডের সমান। জার্সি, গার্নসি, আইল অফ ম্যান, দক্ষিণ জর্জিয়া এবং দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ, ব্রিটিশ অ্যান্টার্কটিক টেরিটরি এবং ত্রিস্তান দা কুনহারের সরকারি মুদ্রা হিসেবে এর ব্যবহার রয়েছে। এক ব্রিটিশ পাউন্ড সমান ভারতীয় মুদ্রায় ৯৪ টাকা।

Advertisements