Central Government Employees: শুধু নয় DA, এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাড়ছে এই ৯ ভাতাও

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র হোক অথবা রাজ্য, প্রত্যেক সরকারি কর্মচারীদের বেসিক বেতনের পাশাপাশি থাকে আরও বাড়তি কিছু পাওনা। সেই সকল বাড়তি পাওনার মধ্যে অন্যতম হলো DA। সম্প্রতি কেন্দ্র সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA আরও ৪ শতাংশ বৃদ্ধি করে ৫০ শতাংশ করার ঘোষণা করেছে। আর এর ফলে আগের তুলনায় অনেক বেশি বেতন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা (Central Government Employees) হাতে পাবেন।

তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাড়তি পাওনা হিসেবে DA ছাড়াও আরও বিভিন্ন চাওয়া-পাওয়া রয়েছে। ২০২৪ সালে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই সকল চাওয়া পাওয়া এক ধাক্কায় বৃদ্ধি পেতে চলেছে এবং এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো রাতারাতি বদলে যাবে। কেননা DA সহ এই ৯ ভাতা বৃদ্ধি পাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।

কেন্দ্র সরকারের তরফ থেকে ২০১৬ সালে সপ্তম বেতন কমিশন কার্যকর করা হয়েছিল। যে সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA নেমে গিয়েছিল শূন্যতে। আসলে যখনই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে ৫০ শতাংশ হয়ে যায় তখন তা নিয়ম অনুসারে বেসিক বেতনের সঙ্গে জুড়ে যায় এবং DA আবার শূন্য থেকে গণনা শুরু হয়। এবারও যখন ডিএ বেড়ে ৫০ শতাংশে দাঁড়িয়েছে তখন সেই একই ঘটনা ঘটবে।

আরও পড়ুন 👉 Rekha Patra’s Mother in Law: বৌমাকে জেতাতে বুড়ো বয়সে কাঁধে নিলেন গুরু দায়িত্ব! রেখার শ্বাশুড়িকে স্যালুট জানাবেন আপনিও

চলতি বছর কেন্দ্র সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করে ৫০ শতাংশে পৌঁছে দেওয়ার পাশাপাশি বাড়ি ভাড়ার জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে ভাতা দেওয়া হয় অর্থাৎ এইচআরএ-ও বৃদ্ধি করা হয়েছে। সর্বোচ্চ এইচআরএ বৃদ্ধি করা হয়েছে ৩ শতাংশ। যে সকল সরকারি কর্মচারীরা X ক্যাটাগরির মধ্যে পড়েন তাদের এইচআরএ ২৭ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ৩০%। Y ক্যাটাগরির অন্তর্ভুক্ত সরকারি কর্মচারীরা এখন ১৮ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ এইচআরএ পাবেন। অন্যদিকে Z ক্যাটাগরির অন্তর্ভুক্ত সরকারি কর্মচারীরা ৯ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ এইচআরএ পাবেন।

তবে DA এবং এইচআরএ ছাড়াও অন্যান্য যে সকল ভাতা বৃদ্ধি করা হয়েছে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত, সেগুলি হল চিলড্রেন্স এডুকেশন অ্যালাউন্স, চাইল্ড কেয়ার স্পেশাল অ্যাকাউন্স, হস্টেল সাবসিটি, গাড়ি ভাড়ার ভাতা, গ্র্যাচুইটি, মাইলেজ অ্যালাউন্স ফর ওউন ট্রান্সপোর্ট ও ডেইলি অ্যালাউন্স। অর্থাৎ সব মিলিয়ে এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বড় অংশের মোট ৯টি ভাতা বৃদ্ধি করা হয়েছে।