বীরভূমে প্রথম কোনো করোনা রোগীর মৃত্যু

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের পাশাপাশি রাজ্যে প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। একটা সময় ছিল যখন পশ্চিমবঙ্গের বেশিরভাগ করোনা আক্রান্তের খবর আসছিল কলকাতা ও শহরতলী এলাকা থেকে। তবে এরপর বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা জেলায় জেলায় ফিরতেই জেলাগুলিতেও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। অন্যান্য জেলার মত বীরভূমে করোনা রোগীর সংখ্যা বিপুল পরিমাণে বারে। বর্তমানে বীরভূমের আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৬৬ তে।

Advertisements

Advertisements

বীরভূম জেলার ক্ষেত্রে আক্রান্তের সংখ্যা বাড়লেও প্রশাসন ও জেলার বাসিন্দাদের কাছে স্বস্তির খবর একটাই যে রোগীরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। যেমন গত সোমবারের রিপোর্ট অনুযায়ী দেখা গিয়েছে এক দিনেই ৩৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। যা সেদিন ছিল রাজ্যের প্রতিটি জেলার থেকে একদিনের পরিসংখ্যানে সর্বাধিক। আর এই ধারাবাহিকতা বজায় রেখে মঙ্গলবারও রাজ্য স্বাস্থ্য ভবন যে রিপোর্ট দিয়েছে তাতেও দেখা গিয়েছে একসাথে ১২ জন সুস্থ হয়ে বাড়ি পেরেছেন। আর এরই মাঝে মঙ্গলবারের রিপোর্ট একটি অস্বস্তির খবরও দিয়েছে বীরভূমের বাসিন্দাদের।

Advertisements

মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী বীরভূমে প্রথম কোন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হল। সূত্র মারফত জানা গিয়েছে এই করোনা আক্রান্ত রোগী বোলপুর মহকুমা এলাকার বাসিন্দা। তিনি করোনা আক্রান্ত ছাড়াও ওই রোগী অন্যান্য বেশ কয়েকটি জটিল রোগে ভুগছিলেন বলে জানা গিয়েছে। তাঁর চিকিৎসা চলছিল কলকাতার একটি হাসপাতালে। আর ওই ব্যক্তির মৃত্যুই হল জেলার প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু।

মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবনের তরফ থেকে যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে দেখা গেছে (রিপোর্ট ১লা জুন পর্যন্ত), গত ২৪ ঘন্টায় বীরভূমে নতুন করে ৬ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। আর এই সংক্রমণ ধরা পড়ার পর জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬৬। গত ২৪ ঘন্টায় মোট ১২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জেলায় মোট সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৭৫ জন। অর্থাৎ জেলায় বর্তমানে মোট অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা হল ৯০ জন।

Advertisements