নিজস্ব প্রতিবেদন : প্রতিদিনই দেশ ও রাজ্যে বিপুল সংখ্যক করোনা পজিটিভ রোগীর খোঁজ মিলছে। আর সেই ধারাবাহিকতা বজায় রেখে শুক্রবারও রাজ্য স্বাস্থ্য ভবনের তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে দেখা গিয়েছে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৪০ জন করোনা পজেটিভ। আর এই সংখ্যার পরেই রাজ্যের মোট করোনা পজিটিভের সংখ্যা ১০ হাজারের দোরগোড়ায়, ৯৭৬৮।
আর গত ২৪ ঘণ্টায় সব থেকে বেশি সংক্রমণ ধরা পড়েছে কলকাতায়, সংখ্যাটা ১১৭। অন্যান্য দিনের তুলনায় জেলাগুলিতে আজ কিছুটা হলেও সংক্রমণ কম। তবে এক ধাক্কায় বেড়েছে দার্জিলিংয়ে, যেখানে গত ২৪ ঘন্টায় ৪১ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। এছাড়াও বেশি মাত্রায় সংক্রমণের জেলা হিসেবে রয়েছে উত্তর ২৪ পরগনা, এখানে গত ২৪ ঘন্টায় নতুন সংক্রমণ ৬৭, হাওড়া ৪৪, জলপাইগুড়ি ৩৪।
এখন দেখে নেওয়া যাক জেলাভিত্তিক হিসাবে মোট সংক্রমণের সংখ্যা
আলিপুরদুয়ার ৩৯, কোচবিহার ২১৯, দার্জিলিং ১৬৯, কালিম্পং ৩৫, জলপাইগুড়ি ১৩৫, উত্তরদিনাজপুর ২১৪, দক্ষিণ দিনাজপুর ৪৭, মালদা ২৪৩, মুর্শিদাবাদ ১৫৫, নদিয়া ১৬২, বীরভূম ২৩৯, পুরুলিয়া ৮৩, বাঁকুড়া ১৭১, ঝাড়গ্রাম ১১, পশ্চিম মেদিনীপুর ২১৫, পূর্ব মেদিনীপুর ১৭৮, পূর্ব বর্ধমান ১২৭, পশ্চিম বর্ধমান ৯৯, হাওড়া ১৫৬৮, হুগলি ৬৬৬, উত্তর ২৪ পরগনা ১৩২৫, দক্ষিণ ২৪ পরগনা ৩৫৭, কলকাতা ৩২৪৫।
এর পাশাপাশি গত ২৪ ঘন্টায় রাজ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০৯ জন। রাজ্যে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৩৯৮৮ জন। রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৪০.৮২ শতাংশ। পাশাপাশি গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ১০ জন, মোট সংখ্যাটা ৪৪২।