Holidays in Kalipuja 2025: বাঙালি হল এমন একটি জাতি যারা নিজেদের মতো ছুটি কাটাতে ভীষণ পছন্দ করে। এই নিয়ে সংকোচ বোধ করার কোন রকম কারণ নেই, কারণ ছুটি পেলে তা উপভোগ করার অধিকার সকলেরই আছে। ছুটির দিনগুলোতে কাছেপিঠে কিংবা দূরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলে মন্দ হয় না। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা অবশ্য কালীপুজোর জন্য দুটো ছুটি পান। চলতি বছর অবশ্য ভাইফোঁটাতেও দুদিন বাড়তি ছুটি পাবে সরকারি কর্মীরা। যদিও এবছর রবিবার ভ্রাতৃদ্বিতীয়া পড়েছে কিন্তু পরের দিন সোমবারেও ছুটি রয়েছে। সবমিলিয়ে চলতি বছরের কালীপুজোতে লম্বা ছুটি পাওয়া গেছে বৃহস্পতি থেকে সোমবার পর্যন্ত।
আশা করা হচ্ছে আগামী বছরের ক্যালেন্ডার এবং পঞ্জিকা মিলিয়ে লম্বা ছুটি পেতে পারে সরকারি কর্মচারীরা। ২০২৫ সালে কালীপুজো পড়েছে ২০শে অক্টোবর সোমবার। কালীপুজোর আগের দু’দিন শনি আর রবিবার। গত কয়েক বছর ধরে রাজ্য সরকার কালীপুজোয় দু’দিনের ছুটি (Holidays in Kalipuja 2025) বরাদ্দ করেছে। তাহলে সরকারি কর্মচারীদের জন্য সামনের বছর চার দিনের ছুটি একেবারে পাকা। তাইলে সেটা আরো লম্বা হতে পারে।
আরো পড়ুন: এই দেশে একবার ঢুকে গেলে আপনি চলে যাবেন অতীতে! কি জানালেন বিশেষজ্ঞরা!
আগামী বছর ভাইফোঁটা পড়েছে ২৩শে অক্টোবর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরের দিনের জায়গায় যদি ভ্রাতৃদ্বিতীয়ার অতিরিক্ত ছুটিটা পরে না দিয়ে আগে দেন তবেই হয়ে যাবে। রাজ্যের সরকারি কর্মীরা টানা চার দিনের বদলে ৬দিন ছুটি (Holidays in Kalipuja 2025) পাবে অর্থাৎ ১৮ থেকে ২৩ অক্টোবর টানা ছ’দিনের ছুটি।
আরো পড়ুন: সিভিল সার্ভিসের স্বপ্নপূরণ করতে সাহায্য করল ইউটিউব, রাঁধুনি বাবা গর্বিত কন্যার সাফল্যে
রাজ্য সরকার যদি কালীপুজোতে দুদিন বেশি ছুটি দেয় তাহলে ভাইফোঁটার ছুটি (Holidays in Kalipuja 2025) অতিরিক্ত না দিলেও চলবে। রাজ্যে এমন নজির হামেশাই দেখা গেছে। ২০২৩ সালেই কালীপুজো ছিল ১২ নভেম্বর। কিন্তু রাজ্য সরকার ১৩ এবং ১৪ নভেম্বর অতিরিক্ত ছুটি দিয়েছিল।
তবে সরকারি কর্মচারীদের জন্য নভেম্বর মাস বেশ আরামের মাস। এই মাসে তারা বেশ কয়েকদিনই ছুটি। এবছর ৩১শে অক্টোবর কালীপুজো হলেও পরের দিন অর্থাৎ ১লা নভেম্বর ছুটি রয়েছে। এর পরে ভাইফোঁটার ছুটিও দু’দিনের। সারা মাসের শনি এবং রবিবারের হিসাব করলে ৩০ দিনের মধ্যে ১৪ দিনই ছুটি পাবে সরকারি কর্মীরা। যদি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে তাহলে এই ছুটির দিনগুলো কাজে লাগাতে পারবেন সহজেই।