Total number of bank holidays in May 2024: দেখতে দেখতে কেটে গেল আরও একটি মাস। ২০২৪-২০২৫ অর্থ বর্ষের প্রথম মাস চলে গিয়ে দ্বিতীয় মাস পড়তে চলেছে। মে মাস অর্থ বর্ষের দ্বিতীয় মাস হওয়ার পাশাপাশি ২০২৪ সালের পঞ্চম মাসও। আর এই মে মাসে পোয়া বারো ব্যাঙ্ক কর্মীদের কাছে। প্রায় অর্ধেক দিন ব্যাঙ্ক ছুটি থাকতে চলেছে এই মাসে। যে তালিকায় থাকবে জাতীয় ছুটি, মাসের দ্বিতীয়-চতুর্থ শনি-রবিবার সহ বিভিন্ন রাজ্যে বিভিন্ন আঞ্চলিক উৎসবের ছুটি। পাশাপাশি লোকসভা নির্বাচনের দিনগুলিতেও বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holidays in May)। ইতিমধ্যেই সেই তালিকা প্রকাশ করেছে RBI। তাই আসুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক মে মাসে ব্যাঙ্ক বন্ধের তালিকা।
উল্লেখ্য বিষয় রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল এক নয়। এক্ষেত্রে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের আঞ্চলিক উৎসব অনুষ্ঠানগুলিতে নির্দিষ্ট রাজ্য বা অঞ্চলের ব্যাঙ্ক কর্মীরা ছুটি পান। তবে অপরদিকে জাতীয় ছুটি এবং মাসের দ্বিতীয়-চতুর্থ শনি-রবিবারের ছুটি সারা দেশের ব্যাঙ্ক (Bank Holidays in May) কর্মীরা পান।
সেই অনুযায়ী RBI-এর নির্ধারিত এই ছুটির তিনটে ভাগ রয়েছে। রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টে ছুটি, ব্যাংক ক্লোজিং অ্যাকাউন্টসের ছুটি এবং নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্টের (NI ACT) ছুটি। তাই চলুন সময় নষ্ট না করে চলতি বছরের মে মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা দেখে নেওয়া যাক।
আরও পড়ুন ? PNB Loan Offer: ১৫ দিনেই মিলবে ৫ লক্ষ টাকা! গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে হাজির PNB
সারা দেশে ছুটির দিন
- ১লা মে – বুধবার
- ৫ই মে – রবিবার
- ১১ই মে – দ্বিতীয় শনিবার
- ১২ই মে – রবিবার
- ১৯শে মে – রবিবার
- ২৫শে মে – চতুর্থ শনিবার
- ২৬শে মে – রবিবার।
এছাড়াও অন্যান্য ছুটির দিন
- ৮ই মে (বুধবার) – রবীন্দ্রনাথ জন্মবার্ষিকী (কলকাতা সহ সারা বাংলার ছুটি)।
- ১০ই মে (শুক্রবার) – বাসভ জয়ন্তী (বেঙ্গালুরু সহ কর্নাটক ছুটি)।
- ১৬ই মে (বৃহস্পতিবার) – সিকিম দিবস (গ্যাংটক সহ সিকিম ছুটি)।
- ২০মে (সোমবার) – লোকসভা ভোট (বেলাপুর ও মুম্বাই ছুটি)।
- ২৩শে মে (বৃহস্পতিবার) – বুদ্ধ পূর্ণিমা (আগরতলা, আইজল, বেলাপুর, ভোপাল, চণ্ডীগড়, দেহরাদুন, ইটানগর, জম্মু, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নতুন দিল্লি, রায়পুর, রাঁচি, সিমলা ও শ্রীনগর ছুটি)।
তবে মে মাসের এই ছুটির দিনগুলিতে ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays in May) থাকলেও গ্রাহক পরিষেবা বন্ধ থাকবে না। অনলাইনে ATM-এর মাধ্যমে গ্রাহকরা লেনদেন করতে পারবেন।