নিজস্ব প্রতিবেদন : প্রতি অর্থবর্ষে রাজনৈতিক দলগুলির নির্বাচনী বন্ড থেকে কোটি কোটি টাকা আয় হয়ে থাকে। সর্বভারতীয় একটি সংবাদপত্রের প্রতিবেদন উঠে এসেছে সেই তথ্য। ওই সংবাদপত্র নির্বাচন কমিশনের একটি সূত্রকে উদ্ধৃত করে ২০১৯-২০ অর্থবর্ষের রাজনৈতিক দলগুলির নির্বাচনী বন্ড বাবদ চাঁদা থেকে কত টাকা আয় হয়েছে তা প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২০১৯-২০ অর্থবর্ষে নির্বাচনী বন্ডে চাঁদা বাবদ রাজনৈতিকগুলি মোট ৩,৩৫৫ কোটি টাকার তহবিল সংগ্রহ করেছে। তবে তালিকা অনুযায়ী এই তহবিলের অধিকাংশ অংশই গিয়েছে কেন্দ্রের শাসক দল বিজেপির ভাড়ারে। ৭৬% অর্থ গিয়েছে গেরুয়া শিবিরের তহবিলে।
ওই সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, গত অর্থবছরে নির্বাচনী বন্ডে জমা পড়া টাকার মধ্যে ২,৫৫৫ কোটি টাকা পেয়েছে বিজেপি। অর্থাৎ হিসেব অনুযায়ী মোট যে অর্থ সংগ্রহ হয়েছে তার দুই তৃতীয়াংশই পেয়েছে বিজেপি। এর আগের অর্থবর্ষে বিজেপি পেয়েছিল ১৪৫০ কোটি টাকা। অর্থাৎ একটি অর্থবর্ষে বিজেপির আয় বেড়েছে ৭৫%।
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস। তারা পেয়েছে মোট ৩১৮ কোটি টাকা। তবে কংগ্রেসের এই প্রাপ্ত টাকার পরিমাণ এর আগের অর্থবর্ষে তুলনায় অনেকটাই কমেছে। এর আগের অর্থবর্ষে তারা পেয়েছিল ৩৮৩ কোটি টাকা। অর্থাৎ হিসেব অনুযায়ী তাদের প্রাপ্ত চাঁদার পরিমাণ কমেছে ১৭%।
সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য অনুযায়ী এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। তারা গত অর্থবর্ষে পেয়েছে ১০০ কোটি ৪৬ লক্ষ টাকা। প্রাপ্ত এই অর্থের তালিকায় তৃণমূল কংগ্রেসের আরও জনপ্রিয় বেশ কয়েকটি রাজনৈতিক দলকে পিছনে ফেলে দিয়েছে। যেমন স্ট্যালিনের ডিএমকে ৪৫ কোটি, উদ্ধব ঠাকরের শিবসেনা ৪১ কোটি, শরদ পওয়ারের এনসিপি ২৯ কোটি ২৫ লক্ষ, অরবিন্দ কেজরিবালের আম আদমী পার্টি ১৮ কোটি এবং লালুপ্রসাদের আরজেডি ২.৫ কোটি টাকা পেয়েছে।