Advertisements

টোটো চালক থেকে সোজা কাউন্সিলর, চমক দিলেন বিজেপির এই নেতা

Shyamali Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনে হতদরিদ্র পরিবার থেকে বিজেপির প্রার্থী এবং ভোটে জয়লাভ করে চমক দিয়েছিলেন শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরী। এবার একইভাবে চমক দিতে দেখা গেল আরও এক টোটো চালককে। এই টোটো চালক এবার পৌরভোটে দাঁড়ানোর সুযোগ পেয়েই হয়ে গেলেন সোজা কাউন্সিলর।

Advertisements

টোটো চালক থেকে সোজা কাউন্সিলর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন আসানসোলের ১০৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী তারকনাথ ধীবর। আসানসোল পুরভোটে বিজেপির প্রার্থী তালিকায় তিনি জায়গা করতে পেরে প্রথম থেকেই চমক দিয়েছিলেন। সেই চমক বজায় থাকলেও ভোটের ফলাফলের পরেও।

Advertisements

সোমবার আসানসোল পৌর নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় অন্যান্য পৌরসভার মতো এখানেও বইছে জোড়া ফুল ঝড়। তবে এরই মাঝে করা প্রতিদ্বন্দিতা চলে তারকনাথ ধীবরের সঙ্গে তৃণমূলের। শেষমেষ ভোটের ফলাফল প্রকাশ হতে লক্ষ্য করা যায় মাত্র পাঁচ ভোটে হলেও তিনি জয়লাভ করে কাউন্সিলর হয়েছেন।

Advertisements

তারকনাথ ধীবর পেশায় একজন টোটো চালক। খুবই কষ্টের সঙ্গে তার দিন চলে। তিনি তার মাসিক রোজগার সম্পর্কে জানিয়েছেন মাত্র চার হাজার টাকা। এমনকি তিনি যে টোটোটি চালান সেটিও ভাড়ায় নেওয়া। এর জন্য তাকে প্রতিদিন মালিককে ২৫০ টাকা করে দিতে হয়। তবে এসবের মধ্যেও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে তিনি এই জয় হাসিল করেছেন।

বাঁকুড়া শালতোড়ার চন্দনা বাউরি একজন সাধারণ পরিচারিকা থেকে বিধায়ক হওয়ার পর তাকে নিয়ে জোর চর্চা শুরু হয় বঙ্গ রাজনীতিতে। একইভাবে আসানসোলের ১০৩ নম্বর ওয়ার্ডের টোটো চালক তারকনাথ ধীবর কাউন্সিলর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারার পর থেকেই তাকে নিয়ে শুরু হয়েছে চর্চা।

Advertisements