Toto Berhampore: টোটোর দাপাদাপি শেষ করতে চলেছে প্রশাসন, ১৫ আগস্টের পর আর চলবে না রাস্তায়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ব্যাটারি চালিত যান হিসাবে টোটো (Toto) এখন রাজ্যজুড়েই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বাজারে টোটো আসার ফলে সাধারণ মানুষদের যাতায়াতেও অনেক সুবিধা হয়েছে। কিন্তু একদিকে যেমন সুবিধা বেড়েছে ঠিক সেই রকমই বেড়েছে কয়েকগুণ অসুবিধা। বিশেষ করে টোটোর দাপাদাপির কারণে এমন অসুবিধা তৈরি হচ্ছে। আর এসবের পরিপ্রেক্ষিতেই তিতিবিরক্ত প্রশাসন ১৫ আগস্টের পর টোটো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল।

Advertisements

ব্যাটারি চালিত টোটোর বিরুদ্ধে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনের এখন অভিযোগের শেষ নেই। মাত্রাতিরিক্ত ভাবে টোটোর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এখন রাজ্যে এমন কোন জায়গা নেই যেখানে টোটোর বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় না। আর এইসব অভিযোগের অবসান ঘটাতেই রাজ্যের বিভিন্ন এলাকার স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছেন। ঠিক সেইরকমই টোটো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত অন্যতম একটি সিদ্ধান্ত।

Advertisements

মূলত এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুর্শিদাবাদের বহরমপুরে (Toto Berhampore)। যেখানে এর আগেও যানজট সহ বিভিন্ন অসুবিধার কারণে টোটো নিষিদ্ধ করা হয়েছিল। তবে টোটো চালকরা এরপর জোরদার আন্দোলনে নামলে সেই নিষেধাজ্ঞা থেকে সরে আসতে বাধ্য হয়েছিল প্রশাসন। তবে এবার প্রশাসন অনেকটাই কড়াকড়ি পদক্ষেপ নিচ্ছে। কেননা রেজিস্ট্রেশন না থাকা অজস্র টোটো শহরে চলাচল করার কারণে একদিকে যেমন অসুবিধা বাড়ছে ঠিক সেইরকমই বাড়ছে অসাধু কাজকর্ম।

Advertisements

আরও পড়ুন ? Kharagpur IIT: মা অসুস্থ, বাবা ছেড়ে চলে গিয়েছেন, টোটো চালিয়ে দাদু নাতিকে পাঠালেন খড়গপুর আইআইটি

এমন পরিস্থিতিতে এবার প্রশাসনের তরফ থেকে টোটোর পরিবর্তে ই-রিক্সা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ই-রিক্সা চালানোর ক্ষেত্রে অনুমতি দেওয়া হলেও প্রত্যেকের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন থাকবে বলে জানানো হয়েছে। এর ফলে প্রশাসন মনে করছে, যানজট থেকে অন্যান্য যে সকল সমস্যা রয়েছে সেই সকল সমস্যা কমবে। এছাড়াও রেজিস্ট্রেশন থাকলে অপরাধমূলক কোনো কাজ কর্মের তদন্তের ক্ষেত্রে পুলিশ অনেক সুবিধা পাবে।

তবে প্রশাসনের এমন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই টোটো চালকদের বড় অংশের মাথায় হাত করতে শুরু করেছে। কেননা তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে, টোটো কেনার জন্য তারা আগেই বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে বসে আছেন। এমন অবস্থায় নতুন করে ই-রিক্সা কেনা বা রেজিস্ট্রেশন নেওয়ার ক্ষেত্রে এত টাকা কোথায় পাবেন? তবে সেই যাই হোক নির্দেশিকায় কোন অদল বদল না হলে কিন্তু আগামী ১৫ আগস্টের পর থেকেই বহরমপুরে বন্ধ হতে চলেছে টোটো।

Advertisements