নিজস্ব প্রতিবেদন : চালক ছাড়াই নিজে নিজেই চলছে টোটো (Toto)। আবার ওই টোটোটি বারবার আচমকা চলা শুরু করে ধাক্কা মারছে পথ চলতি মানুষদের। এমনই একটি অদ্ভুতুড়ে কান্ড ঘটেছে বীরভূমের (Birbhum) বোলপুরের চৌরাস্তা মোড়ে (Bolpur)। যে ঘটনার সিসিটিভি ফুটেজ এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Toto Viral Video)।
ভিডিওটি ভালো করে দেখলে দেখা যাচ্ছে, ওই টোটোটির চালক টোটোর পিছনে কিছু একটা করছিলেন আর সেই সময় আচমকা টোটোটি চলতে শুরু করে। এরপর দেখুন ওই চালক তড়িঘড়ি টোটোটিকে সামাল দেওয়ার জন্য সামনের দিকে ছুটে যান। কিন্তু তিনি সামাল দিতে পারেননি, ততক্ষণে টোটোটি রাস্তা দিয়ে আসা একটি স্কুটিকে ধাক্কা দেয়। স্কুটিটি চালকবিহীন টোটোর ধাক্কা পেয়ে উল্টে যায়। উল্টে যাওয়া স্কুটি ও স্কুটি চালককে সামাল দিতে চারদিক থেকে লোক ছুটে আসেন।
এরপর টোটোটি ধীরে ধীরে পিছিয়ে যায় আর একটি জায়গায় এসে থামে। টোটোটি থেমে যাওয়ার পর যখন পথ চলতি মানুষেরা দুর্ঘটনাগ্রস্ত স্কুটি চালক ও স্কুটি তুলতে ব্যস্ত সেই সময় আবার ওই টোটোটি খেল দেখাতে শুরু করে।
আরও পড়ুন : Apple লঞ্চ করতে চলেছে iPhone 16, জেনে নিন কত দাম হতে পারে
দাঁড়িয়ে থাকতে থাকতে আচমকা টোটোটি আবার পিছন দিকে চলতে শুরু করে। পিছন দিকে যখন টোটোটি চালকবিহীন অবস্থায় চলতে শুরু করে সেই সময় টোটোটি একসঙ্গে তিনজনকে ধাক্কা দেয়। প্রথমেই পাশ দিয়ে যাওয়া একটি টোটোতে হালকা টাচ করে, আর এরপর পিছনে থাকা এক মোটর বাইক আরোহী ও এক বাইসাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এমন অদ্ভুতুড়ে ঘটনা স্বাভাবিকভাবেই কোথাও দেখা গিয়েছে বলে জানা নেই। অন্ততপক্ষে পথ চলতি মানুষ থেকে শুরু করে বোলপুরের বাসিন্দারা এমনটাই জানাচ্ছেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর যারাই ওই ভিডিও দেখছেন তারাই রীতিমত অবাক।
এখন প্রশ্ন হল কেন ওই টোটোটিতে এমন অদ্ভুতুড়ে কান্ড লক্ষ্য করা যায়? এই বিষয়ে আমরা টোটো মেকানিকদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, প্রযুক্তিগত ত্রুটি থাকার কারণে এমন ঘটনা ঘটেছে। এর পিছনে অন্য কোন কারণ নেই। এর আগেও বেশ কিছু টোটোর ক্ষেত্রে এমন ঘটনা দেখা গিয়েছে।