Totowala App: বর্তমানে ওলা, উবের যেভাবে শহর কিংবা শহরাঞ্চলে ছড়িয়ে পড়েছে এতে যেকোনো জায়গায় যাওয়া এখন খুবই সহজ। এই শীতে পর্যটকদের সবথেকে বড় আকর্ষণ হল পৌষমেলা। বোলপুর-শান্তিনিকেতনে খুব শীঘ্রই চালু হতে চলেছে ‘টোটোওয়ালা’। নিশ্চয়ই ভাবছেন এটা আবার কি? সম্প্রতি সকলেই আশা করি ‘ওলা’, ‘উবের’র মতো অ্যাপ ক্যাবের সঙ্গে পরিচিত। কিন্তু অ্যাপের মাধ্যমে ‘টোটো’র বুকিং, করা যায় নিশ্চয়ই শোনেননি। এই অবাস্তব জিনিস বাস্তবায়িত হচ্ছে বোলপুর-শান্তিনিকেতনে। বিশ্বভারতীর প্রাক্তনীরা বিশেষ করে পর্যটকদের এই বিশেষ সুবিধা দেওয়ার কথা চিন্তা করছে।
কেন হঠাৎ এই অদ্ভুত ভাবনা (Totowala App) মাথায় আসলো তাদের? প্রত্যেক বছর শান্তিনিকেতনে পৌষমেলায় প্রচুর পর্যটক আসে, যদিও সারা বছরই কমবেশি পর্যটকদের ভিড় থাকে এখানে। এই সুযোগ নেয় টোটো চালকেরা। তাদের লাগামছাড়া ভাড়ার খপ্পড়ে পড়ে পর্যটকরা এবং দিনকে দিন বাড়ছে অসন্তোষের চাপ। সরকারিভাবে টোটো চালকদের ভাড়া নিয়ন্ত্রণে আনা হয়নি যার ফলে টোটোচালক-পর্যটক বচসা নিয়মে পরিণত হয়েছে।
প্রায় চার বছর বাদে আবারো পৌষমেলা হচ্ছে শান্তিনিকেতনে এবং স্বাভাবিকভাবেই পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো হবে। আর এই সুযোগ যাতে কোনোভাবেই টোটো চালকেরা নিতে না পারে সেইজন্যই বিশ্বভারতীর প্রাক্তনীরা এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে টোটো পেতে কোনরকম অসুবিধা হবে না তাদের। যেসব পর্যটকরা শান্তিনিকেতন-বোলপুর ঘুরতে আসেন তাদের পরিবহনের সবথেকে সুলভ মাধ্যম হলো টোটো। ২৩-২৪টি পর্যটনস্থল ঘুরে দেখার জন্য টোটো ছাড়া আর কোন উপায় নেই। সেই কারণেই এই ‘টোটোওয়ালা’ (Totowala App) অ্যাপের ভাবনা।
আরও পড়ুন:Illegal Tax in Bolpur: বোলপুরে ঢুকতে গেলেই দিতে হবে অবৈধ কর, আদৌ কি সত্যিই এই ঘটনা
এই ভাবনার পিছনে অন্যতম হাত হলো বিশ্বভারতীর প্রাক্তনী শুভনাথ, রিনি চক্রবর্তীদের। সাধারণত শীতকালে শান্তিনিকেতনে পর্যটকদের বেশি আনাগোনা হয়, তাই তাদের যাতে ঘুরতে কোনরকম অসুবিধা না হয় এবং পরিবহন ব্যবস্থা হিসাবে যাতে সহজে টোটো পেয়ে যায়, তাই এই চিন্তাভাবনা। পাশাপাশি নিত্যদিন পর্যটকদের সঙ্গে টোটো চালকদের ভাড়া নিয়ে একটা ঝামেলা লেগেই থাকে। অ্যাপ এর (Totowala App) মাধ্যমে যদি আগে থেকেই দুটো বুকিং করেন তাহলে আর এসব ঝামেলা পোহাতে হবে না।
উদ্যোক্তারা এই বিষয়ে আরো বলেছেন যে, অ্যাপের মাধ্যমে পুরো পর্যটন প্যাকেজের জন্য টোটো নিতে পারবেন দর্শনার্থীরা এবং বেছে বেছে কোন দর্শনীয় স্থান দেখার সুযোগও পাওয়া যাবে এই ব্যবস্থায়। ধরুন কোন বিশেষ দিনের জন্য টোটো বুকিং করতে চান সেই ব্যবস্থাও পেয়ে যাবেন এখানে। ভাড়ার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হবে এবং যাত্রীদের নিরাপত্তা হবে আগের থেকে অনেক সুনিশ্চিত। তবে বোলপুর বা শান্তিনিকেতনে এ পাড়া থেকে ও পাড়া বা বাড়ি থেকে স্টেশন, বাসস্ট্যান্ড যাওয়ার জন্য অবশ্য এই অ্যাপের বহি:প্রকাশ ঘটানো হয়নি। এই অ্যাপের সঙ্গে ইতিমধ্যেই জুড়েছেন প্রায় একশো জনের মত টোটো চালক।