Real Estate App: রিয়েল এস্টেট অ্যাপে নতুন প্রযুক্তির উন্মোচন, বাড়িতে বসেই অনলাইনে ঘুরে দেখা যাবে পুরো বাড়ি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Real Estate App: সবার জীবনের শখ বা ইচ্ছা সমান নয়। কারোর শখ থাকে নামি দামি গাড়ি কেনার তো কারো শখ থাকে সোনার গহনা তৈরি করার। আবার কারো কারো শখ বা ইচ্ছা থাকে স্বপ্নের বাড়ি তৈরি করার বা ফ্ল্যাট কেনার। তবে বর্তমানে প্রযুক্তি ব্যবস্থা সেই স্বপ্ন বাস্তবায়নের পথ কিছুটা সহজ করে দিয়েছে। বাড়ি তৈরি করা বা ফ্ল্যাট কেনার জন্য আর যেতে হয় না জমি জায়গা বা তৈরি করা বাড়ি দেখতে। বাড়িতে বসেই দেখা যায় নতুন বাড়ির ডিজাইন, বাড়ির সামনের লুক। যা দেখার মাধ্যম হল রিয়েল এস্টেট অ্যাপ। আর এই অ্যাপ ক্রেতাদের জন্য উন্মোচিত করলো নতুন বেশ কিছু প্রযুক্তি। কি সেই প্রযুক্তি? তাদের কাজই বা কি?

Advertisements

বর্তমান সময়ে কারোর বাড়ি বা ফ্ল্যাট কেনার ইচ্ছা থাকলে তারা অনলাইনে বাড়িতে বসে রিয়েল এস্টেট অ্যাপের (Real Estate App) মাধ্যমে নিজেদের পছন্দমতো বাড়ি কিনতে পারেন। সেই অ্যাপের মধ্যেই দেখা যায় বাড়ির সমস্ত নকশা, সামনের ডিজাইন সহ অনেক কিছু। তবে সম্প্রতি এই রিয়েল এস্টেট অ্যাপে এমন কিছু নতুন প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে যেখানে শুধু নকশা বা বাড়ির সামনের লুক নয়, পুরো বাড়ি ঘুরে দেখতে পারবেন ক্রেতারা। তাও আবার বাড়িতে বসেই। কি সেই প্রযুক্তি? কিভাবেই বা দেখা যাবে? জেনে নেওয়া যাক।

Advertisements

বাড়ির ডিজাইন দেখার জন্য অনলাইনে অনেকগুলি রিয়েল এস্টেট অ্যাপ চালু রয়েছে। তবে তার মধ্যে বর্তমানে ভারতের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট অ্যাপের স্থানে রয়েছে Housing.com। যে অ্যাপ প্রতিবারই ক্রেতাদের জন্য নতুন নতুন টুল ব্যবহার করে। তেমনি এই সংস্থা আবারও উন্মোচন করল নতুন কিছু টুল। যার মাধ্যমে এবার বাড়ি কেনার প্রক্রিয়া হবে আরো সহজ।

Advertisements

আরও পড়ুন: আগামী মাসে আটদিন বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রো, আনা হচ্ছে বাড়তি বাস

Housing.com রিয়েল এস্টেট অ্যাপে (Real Estate App) ভার্চুয়াল রিয়েলিটি, অত্যাধুনিক থ্রিডি, অগনমেন্ট রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করা হয়। তবে এবার এই সংস্থা তাদের এই অ্যাপে যুক্ত করেছে ডিজিআর এবং ডিজিট্যুর ২টি অত্যাধুনিক প্রযুক্তি। যা এই অ্যাপ ব্যবহারকারীদের বাড়ি কেনার বিষয়ে আরো আগ্রহী করে তুলবে। কিভাবে?

ডিজিআর এবং ডিজিট্যুর এই দুই প্রযুক্তি বাড়িতে বসেই ক্রেতাদের বাড়ি কেনার অভিজ্ঞতা প্রদান করবে। ডিজিআর টুলের মাধ্যমে ক্রেতারা বাড়ির প্রোটোটাইপ বা ডিজাইন ৩-ডির মাধ্যমে দেখার সুযোগ পাবেন। অন্যদিকে ক্রেতারা ঘরে বসে নতুন বাড়ি পুরো ঘুরে দেখা সুযোগ পাবেন ডিজিট্যুর ভার্চুয়াল ওয়াক-থ্রুর মাধ্যমে। শুধু তাই না, এই অ্যাপে ব্যবহার করা হয়েছে ড্রোনভিউ, ডিজিপোর্ট, ডিজিপ্লট ইত্যাদির মতো প্রযুক্তি। যার মাধ্যমে নতুন বাড়ির জমির অবস্থান থেকে শুরু করে বাড়ির চারপাশ, খুঁটিনাটি সমস্ত কিছু বাড়িতে বসেই দেখতে পারবেন ক্রেতারা। এমনকি ফোরপ্ল্যান থ্রিডির মাধ্যমে বাড়ির ভেতরের নকশা সহ সমস্ত কিছু এই অ্যাপের (Real Estate App) মাধ্যমে দেখার সুযোগ পাবেন ক্রেতারা। তাই যারা বাড়ি কেনার শখ পূরণ করতে চান তারা দেরি না করে এই অ্যাপ ইন্সটল করে দেখে নিন বাড়ির সমস্ত খুঁটিনাটি।

Advertisements