Take a tour with your partner from this quiet and pleasant Travel Spot: বর্তমানে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে কাছেপিঠের সমুদ্র সৈকত দীঘা-পুরি। সময় পেলেই ছুটির দিনগুলোতে পাড়ি দেন বহু পর্যটক। ফলেই এই সময়গুলিতে পা গলাবার জায়গা থাকে না এই সমুদ্র সৈকতে। এমন অনেকে রয়েছেন যারা সমুদ্র সৈকত পছন্দ করেন কিন্তু তা হতে হবে নিরিবিলি। তাই তাদের জন্য আর দীঘা-পুরি নয়, পুদুচেরিতে রয়েছে ৫টি শান্ত মনোরম সমুদ্র সৈকত (Travel Spot)। মাইন্ড রিফ্রেশ করার জন্য জীবনসঙ্গীকে নিয়ে এই ৫টির মধ্যে একটি জায়গা থেকে বেশ কিছুদিনের জন্য ঘুরে আসা যাবে। আসুন সেই ৫টি শান্ত সমুদ্র সৈকত সম্পর্কে জেনে নেওয়া যাক।
প্যারাডাইস সমুদ্র সৈকত
পুদুচেরির শান্ত নিরিবিলি ৫ সমুদ্র সৈকতের মধ্যে অন্যতম ভ্রমণ স্থান (Travel Spot) হলো প্যারাডাইস বিচ। যে সমুদ্র সৈকতটি নীল জলরাশি সহ সাদা বালিতে ঘেরা। সমুদ্র সৈকতের উপরের দিকে রয়েছে গাছের সারি। স্বচ্ছ জল, শান্ত পরিবেশ মাইন্ড রিফ্রেস করবে। এছাড়াও এই সমুদ্র সৈকতে বেশ কিছু ওয়াটার স্পোর্টস রয়েছে। ফলে কিছুদিনের জন্য এই সমুদ্র সৈকত থেকে ঘুরে আসতে পারেন।
মাহে সমুদ্র সৈকত
মনোরম প্রকৃতির আরো একটি সমুদ্র সৈকত হলো মাহে সমুদ্র সৈকত। যা কুন্নুর শহরের কাছেই অবস্থিত। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এই সমুদ্র সৈকতটি। যেখানে একবার গেলে বারবার যেতে মন চাইবে। স্বচ্ছ নীল জল, চারিদিকে সাদা বালি তার ওপর রয়েছে পাম গাছের সারি। তবে এই সমুদ্র সৈকতে কোনো খাবারের দোকান নেই। বাইরে থেকে কিনে এনে এখানে খাওয়া হয়। তবে সমুদ্র সৈকতে এলে সঙ্গীকে নিয়ে বেশ কিছু জলক্রীড়ায় অংশ নিতে পারেন। একটা ভালো সময় স্মৃতি হয়ে থাকবে।
অরোভিল সমুদ্র সৈকত
পুদুচেরির অন্যতম এক সমুদ্র সৈকত হলো অরোভিল বিচ। এই সমুদ্র সৈকতের সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য অনেক পর্যটক এখানে ভিড় করেন। যার মনোরম দৃশ্য মনের মণিকোঠায় জায়গা করতে বাধ্য। একা কিংবা জীবনসঙ্গীকে নিয়ে এই বিচে দুই একদিন কাটাতে কোনো অসুবিধা হবে না। ছবি তোলার দিক দিয়েও বিচটি অত্যন্ত সুন্দর।
করাইকল বীচ
তরুণদের জন্য বিশেষ একটি সমুদ্র সৈকত হলো করাইকল বিচ। যা আরাসলা নদীর কাছে অবস্থিত। এই সমুদ্র সৈকতে নিরাপদে সাঁতার কাটার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি বেশ কিছু ওয়াটার স্পোর্টস রয়েছে। চাইলে আপনি নৌকা বিহারও করতে পারেন।
প্রমেনাড বীচ
অত্যন্ত শান্ত নিরিবিলি মনোরম প্রকৃতির সমুদ্র সৈকত হলো প্রমেনাড বিচ (Travel Spot)। প্রায় দেড় কিলোমিটার লম্বা জায়গা জুড়ে বিস্তৃত এই সমুদ্রের সৈকত। এখানকার পরিবেশ এতটাই শান্ত প্রকৃতির যেখানে দু’দণ্ড কাটাতে কারো অসুবিধা হবে না। সমুদ্রের ধার, পাশে জীবনসঙ্গী এবং হাতে কিছু খাবার নিয়ে বেশ কিছুক্ষণ কাটানো যেতে পারে সমুদ্র তটে। সকালের দিকে এখানে মর্নিং ওয়ার্ক, জগিং করতে পারেন। এছাড়া চা খাবারও বিশেষ ব্যবস্থা রয়েছে এই সমুদ্রের ধারে।