১০০-২০০ নয়, খরচ মাত্র ৪৫ টাকা! জলের দরে ঘুরে আসুন দীঘা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রের তালিকায় রাখা হয় দিঘাকে (Digha)। প্রতিদিন এই পর্যটন কেন্দ্রে রাজ্য, দেশ এবং বিদেশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার পর্যটকদের আগমন হয়। তবে দিঘা যাওয়ার কথা মনে পড়লেই সবার প্রথম পর্যটকদের খরচের কথা মনে আসে।

Advertisements

এমনিতে কোন পর্যটক যদি হাওড়া থেকে দীঘা ট্রেনে যেতে চান তাহলে তাকে ট্রেনে কমকরে ১০০ টাকার কাছাকাছি খরচ করতে হয়। সাধারণ কোচের ভাড়া ১০০ টাকার কাছাকাছি হওয়ার পাশাপাশি কেউ যদি রিজার্ভেশন করেন তাহলে তাকে অন্ততপক্ষে সাধারণ শ্রেণীর জন্য ১০৫ টাকা এবং এসি কোচের জন্য খরচ করতে হয় ৩৮০ টাকা। কিন্তু জানেন কি, মাত্র ৪৫ টাকাতেই হাওড়া থেকে দীঘা পৌঁছানো যেতে পারে।

Advertisements

হাওড়া থেকে দীঘা মাত্র ৪৫ টাকায় পৌঁছানোর জন্য একটু হ্যাপা বহন করতে হবে। তবে এই এত কম খরচেও পৌঁছানো যেতে পারে দীঘার মতো পর্যটন কেন্দ্রে। এখন ভাবতে পারেন ৪৫ টাকায় দীঘা পৌঁছানো সম্ভব নয়। এমনটা যারা ভাবছেন তাদের আমরা একটি পথ দেখাচ্ছি যার মাধ্যমেই মাত্র ৪৫ টাকাতেই ট্রেনে চড়ে দীঘা পৌঁছে যাওয়া যেতে পারে।

Advertisements

মাত্র ৪৫ টাকায় দিঘা পৌঁছানোর জন্য যাত্রীদের হাওড়া রেলওয়ে স্টেশন থেকে পাঁশকুড়া লোকাল ট্রেন ধরতে হবে। হাওড়া থেকে পাঁশকুড়া পর্যন্ত প্রচুর লোকাল ট্রেন রয়েছে। রাত ২:৪৫ থেকে লোকাল ট্রেন শুরু হয় এবং শেষ লোকাল ট্রেন রয়েছে রাত ১১:২৫ মিনিটে। যে কারণে হাওড়া থেকে পাঁশকুড়া পর্যন্ত লোকাল ট্রেনের কোন অভাব হবে না। হাওড়া থেকে পাঁশকুড়া পর্যন্ত লোকাল ট্রেনের ভাড়া মাত্র ১৫ টাকা।

হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে পাঁশকুড়া পর্যন্ত পৌঁছানোর পর আপনাকে ট্রেন পরিবর্তন করতে হবে দীঘার জন্য। সেখান থেকে দীঘা পর্যন্ত সকাল ৮:৩৫ মিনিট, দুপুর ২:২০ মিনিট, বিকাল ৬:২০ মিনিট এবং সন্ধ্যা ৭:৪০ মিনিটে ট্রেন রয়েছে। এইসব ট্রেনে পাঁশকুড়া থেকে দীঘা পর্যন্ত ভাড়া মাত্র ৩০ টাকা। সুতরাং মাঝে মাত্র একটি ট্রেন পরিবর্তন করেই ৪৫ টাকায় পৌঁছানো যেতে পারে দীঘা। একইভাবে মাত্র ৪৫ টাকা খরচ করেই দিঘা থেকে হাওড়া ফিরে আসা যেতে পারে।

Advertisements