Kolkata To Sikkim: ১৬ ঘন্টার রাস্তা দেড় ঘন্টায়! এবার খুব সহজেই যাওয়া যাবে কলকাতা থেকে সিকিম

নিজস্ব প্রতিবেদন : দক্ষিণবঙ্গে শুরু হয়েছে তীব্র গরম। চারদিকে বইছে লু থেকে তাপপ্রবাহ। এমন পরিস্থিতিতে অনেকেই রয়েছেন যারা উত্তরবঙ্গে সময় কাটানোর জন্য ছুটে যাচ্ছেন। উত্তরবঙ্গের পাশাপাশি পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় একটি রাজ্য হল সিকিম। কেননা সিকিমে এই মরশুমে শুধু বরফ আর বরফ দেখা যায়।

তবে কলকাতা থেকে সিকিম (Kolkata To Sikkim) যাওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা সময় লাগে পর্যটকদের। যদি শিয়ালদা থেকে ট্রেন ধরা হয় তাহলে নিউ জলপাইগুড়ি পৌঁছাতেই সময় লেগে যায় কমকরে ১২ ঘন্টা। তারপর আবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গ্যাংটক পৌঁছাতে সময় লাগে অন্ততপক্ষে ৪ ঘন্টা। সব মিলিয়ে কেবলমাত্র পৌঁছাতেই সময় লাগে ১৬ থেকে ১৭ ঘন্টা। কিন্তু এবার এই রাস্তা পৌঁছে যাওয়া যাবে মাত্র দেড় ঘণ্টাতেই।

আসলে দীর্ঘ ছয় মাসের বেশি সময় পাকিয়ং বিমানবন্দর বন্ধ থাকার পর তা ফের চালু হয়েছে ৩১ মার্চ থেকে। আর এই বিমান পরিষেবা চালু হওয়ার ফলেই এখন কলকাতা থেকে দেড় ঘন্টাতেই উড়ে যাওয়া যাবে সিকিম। কলকাতা থেকে সপ্তাহে পাঁচবার ট্রিপ শুরু করা হয়েছে সিকিমের পাকিয়ং বিমানবন্দর পর্যন্ত। কলকাতার পাশাপাশি দিল্লির সঙ্গেও বিমান পরিষেবা চালু হয়েছে পাকিয়ংয়ের।

আরও পড়ুন 👉 Sikkim Railway Network: ট্রেনে চড়ে সিকিমের কতদূর পর্যন্ত যেতে পারবেন পর্যটকরা! কবে শেষ হবে কাজ

সিকিমের গ্যাংটক থেকে ৩১ কিলোমিটার দূরে অবস্থিত এই বিমানবন্দর। এর ফলে যে সকল পর্যটকরা ওই বিমানবন্দরে পৌঁছাবেন তাদের আবার যদি গ্যাংটক আসতে হয় তাহলে ৩১ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। পাহাড়ি রাস্তায় এই ৩১ কিলোমিটার পথ পাড়ি দিতে অনেকটাই সময় লাগে। যে কারণে সহজেই বিমানে চড়ে পাকিয়ং পর্যন্ত পৌঁছে গেলেও আবার গ্যাংটক পৌঁছাতে আরও কিছুটা সময় লাগবে। তবে এই বিমান পরিষেবা চালু হওয়ায় কলকাতা থেকে অনেক সহজেই সিকিম ট্যুর করা যাবে।

বিমানে চড়ে সিকিম যাওয়ার ক্ষেত্রে সময় অনেক কম লাগলেও খরচ কিছুটা হলেও বেশি হবে। কেননা বিমানের মত রাজকীয় ভাবে যাওয়ার জন্য হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন রয়েছে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। সেক্ষেত্রে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেনের ভাড়া পড়ে কম করে ১৫৬৫ টাকা। নিউ জলপাইগুড়ি থেকে গ্যাংটক গাড়ি ভাড়া অন্ততপক্ষে চার হাজার টাকা। সব মিলিয়ে খরচ সাড়ে ৫ হাজার টাকার বেশি। অন্যদিকে যদি বিমানে যাওয়া হয় তাহলে ভাড়া পড়বে তৎকাল পরিস্থিতিতে প্রায় ছয় হাজার টাকা। পাকিয়ং থেকে গ্যাংটক আসার জন্য আলাদা গাড়ি ভাড়া খরচ হবে। যদি এক্ষেত্রে কারো কাছে সময়ের গুরুত্ব বেশি থাকে তাহলে তার বিমানে সফর করাটাই লাভজনক।