Bike Rent For Tourist: গোয়ার মত সুবিধা চালু হতে চলেছে বাংলায়, মিলবে এই সকল জায়গায়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশে যে সকল জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলি রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে ধরা হয়ে থাকে গোয়াকে। এখানকার সমুদ্রের টানে দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ঘুরতে আসেন। পর্যটকদের কথা মাথায় রেখে গোয়া প্রশাসনের তরফ থেকে পর্যটকদের বিপুল সব সুবিধা দেওয়া হয়। তবে গোয়া খরচ সাপেক্ষ জায়গা হওয়ার কারণে অনেককেই সেখানে যেতে পারেন না।

Advertisements

সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে গোয়ায় যে ধরনের সুবিধা পর্যটকরা পেয়ে থাকেন ঠিক সেই রকমই বেশ কিছু সুবিধা বাংলাতেও দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে এর ফলে পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করবে। এছাড়াও গোয়ার তুলনায় পশ্চিমবঙ্গের প্রত্যেক পর্যটন কেন্দ্রের খরচ অনেক কম হওয়ায় পর্যটকরাও ছুটে আসবেন আরও বেশি পরিমাণে।

Advertisements

গোয়ার মতো বাংলাতে যে সুবিধা দেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার তা হল বাইক বা স্কুটি ভাড়া দেওয়া (Bike Rent For Tourist)। পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এই উদ্যোগের পরিপ্রেক্ষিতে জনপ্রিয় কয়েকটি পর্যটন কেন্দ্রে এই সুবিধা দেওয়া হবে। এমন সুবিধা কয়েক বছর ধরেই দেওয়া হয়ে থাকে গোয়ার মত জনপ্রিয় পর্যটন কেন্দ্রে। তবে শুধু গোয়া নয়, গোয়ার পাশাপাশি আরও বেশ কয়েকটি রাজ্যেও এমন সুবিধা প্রদান করা হয়।

Advertisements

আরও পড়ুন ? Kanchankanya Express LHB Coach: বদলে গেল কাঞ্চনকন্যা এক্সপ্রেস, এবার আরও সুবিধা পাবেন যাত্রীরা

রাজ্য পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর হাত ধরে কমার্শিয়াল মোটরবাইক ও স্কুটির পারমিট উদ্বোধন হলো শুক্রবার। এই উদ্বোধনী অনুষ্ঠানে ১২৯ জনের হাতে কমার্শিয়াল পারমিট তুলে দেওয়া হয়। কমার্শিয়াল পারমিট তুলে যাওয়ার পাশাপাশি তুলে দেওয়া হয়েছে হলুদ রঙের নম্বর প্লেট। এর আগে সাধারণ পারমিট এবং সাধারণ নম্বর প্লেট থাকলেও বহু মোটরবাইক ও স্কুটি ব্যবসায়িক কাজে লাগানো হচ্ছিল।

কমার্শিয়াল মোটরবাইক ও স্কুটির পারমিট প্রদান অনুষ্ঠানেই রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী গোয়ার মত রাজ্যের পর্যটকদের সুবিধা প্রদানের জন্য মোটরবাইক ও স্কুটি ভাড়া দেওয়ার পরিকল্পনার কথা জানান। এই ধরনের ব্যবস্থা পশ্চিমবঙ্গে চালু করা হবে বলে তিনি জানিয়েছেন। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের জনপ্রিয় পর্যটন কেন্দ্র উত্তরবঙ্গ, দীঘা, সুন্দরবনে এই সুবিধা চালু হওয়ার পাশাপাশি রাজ্যের আরও যে সকল জনপ্রিয় পর্যটন কেন্দ্র রয়েছে সেগুলিতেও চালু করা হবে।

Advertisements