Sikkim Tour: পর্যটকদের জন্য খারাপ খবর, সিকিম গেলেও আর যাওয়া যাবে না এই একটি জনপ্রিয় জায়গা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বছরের বিভিন্ন সময় দেশ-বিদেশের বিভিন্ন জায়গার পর্যটকদের যে পাহাড়ি এলাকায় ভিড় জমাতে দেখা যায় সেটি হল সিকিম (Sikkim Tour)। সিকিমের সৌন্দর্য প্রতিনিয়ত পর্যটকদের মন জয় করে থাকার কারণে প্রায় সারা বছরই সিকিমে ভিড় জমা তারা। তবে এবার সিকিম ঘুরতে গেলেও আর জনপ্রিয় একটি জায়গা ঘুরতে যাওয়ার সুযোগ পাবেন না পর্যটকরা।

Advertisements

এবার সিকিমে যে জায়গাটি পর্যটকরা যেতে পারবেন না সেই জায়গাটির পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় একটি জায়গা। সিকিমে যে সকল পর্যটকরা ঘুরতে যান তাদের মধ্যে অধিকাংশরাই প্যাকেজের তালিকায় রাখেন ওই জায়গাটিকে। আশা করি অনেকেই বুঝতে পারছেন কোন এলাকার কথা বলা হচ্ছে। যে এলাকাটির কথা বলা হচ্ছে তাহলো গুরুদংমার (Gurudongmar)। পাহাড়ের কোলে থাকা এই লেকে দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসে ভিড় জমান।

Advertisements

কিন্তু এবার চলতি মরশুমে যে সকল পর্যটকরা সিকিম ঘুরতে যাবেন তারা আর গুরুদংমার লেক যাওয়ার সুযোগ পাবেন না। প্রশাসনের তরফ থেকে এই লেকে পর্যটকদের ঘুরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হলো। মূলত নিরাপত্তার কারণে সিকিম সরকারের তরফ থেকে এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর এই নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে সিকিমের পর্যটন শিল্পেও বেশ কিছুটা প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisements

আরও পড়ুন ? Sikkim Vehicle Fare: এবার অনেক সস্তায় হবে সিকিম ভ্রমণ! জলের দরে মিলবে গাড়ি, নয়া পদক্ষেপ কেন্দ্রের

গত বছর অক্টোবর মাসে হিমবাহ ফেটে ভয়াবহ ধস এবং মেঘ ভাঙ্গা বৃষ্টি নেমেছিল এই লেকে। যার পরেই দুর্যোগ নেমে এসেছিল সিকিমের একাংশে। যে দুর্যোগের ফলে দীর্ঘদিন ধরেই ব্যাহত ছিল সিকিমের পর্যটন শিল্প। এমনকি সেই সময় পর্যটকদের সিকিম পৌঁছানোর জন্য ঘুরপথে যাতায়াত করতে হচ্ছিল। এক্ষেত্রে এবার ঝড়-বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার কারণে সিকিম সরকার কোন রকম ভাবেই ঝক্কি নিতে চাইছে না।

সিকিমের যে সকল জায়গা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় সেই সকল জায়গার মধ্যে রয়েছে লাচেন ও লাচুং। তবে লাচুংয়ে এখনো পর্যটকদের জমজমাট লক্ষ্য করা গেলেও একপ্রকার ফাঁকা লাচেন। লাচেন ফাঁকা হওয়ার মূল কারণ হলো গুরুদংমার লেক। যেহেতু এখানে এখন থেকেই প্রশাসনের তরফ থেকে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাই ধীরে ধীরে ফাঁকা হতে বসেছে সিকিমের জনপ্রিয় এই জায়গাটি।

Advertisements