পুরীর সমুদ্রে স্নান করলেই সে-কী কাণ্ড, ফুসকুড়ি, ব়্যাশ, দফারফা অবস্থা পর্যটকদের

নিজস্ব প্রতিবেদন : বছরের বিভিন্ন সময় পড়শী রাজ্য উড়িষ্যায় বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের সমাগম হয়ে থাকে। জগন্নাথ দেব (Jagannath dev) আর সমুদ্রের টানে মূলত পর্যটকদের ভিড় জমাতে দেখা যায়। আবার খেয়াল করলে দেখা যাবে পুরীতে (Puri) আগত পর্যটকদের অধিকাংশই পশ্চিমবঙ্গের বাসিন্দা। ধর্ম অথবা পুরীর সমুদ্রে স্নানের মজা নিতে তাদের আগমন হয়ে থাকে। কিন্তু এবার পুরীর সমুদ্রে আগত পর্যটকদের দফারফা অবস্থা হতে দেখা গেল।

গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে পুরো সমুদ্রে যারা স্নান করছেন সেই সকল পর্যটকদের একাংশের গায়ে বের হচ্ছে ফুসকুড়ি, ব়্যাশ ইত্যাদি। আর এসবের সঙ্গেই রয়েছে সামাল না দেওয়া চুলকানি। এমন পরিস্থিতিতে রীতিমতো নাজেহাল হতে হচ্ছে পর্যটকদের। জানা গিয়েছে দিন তিন চার এক ধরে এইরকম পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে পুরীতে আগত পর্যটকদের, যারা সমুদ্রে স্নান করছেন। আর এই সকল ঘটনার পরিপ্রেক্ষিতে রীতিমত আতঙ্ক তৈরি হয়েছে পুরির সি বিচে (Puri Sea Beach)।

কিন্তু কেন এমন ঘটনা ঘটছে? এর পিছনে কি কোন অশনি সংকেত রয়েছে অথবা অন্য কোন কারণ জড়িয়ে রয়েছে? জানা যাচ্ছে পুরীর সি বিচে গত কয়েকদিন ধরে অজস্র জেলিফিশ মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যাচ্ছে। লাল মৃত ঐ সকল জেলিফিশে থিক থিক করছে পুরীর সমুদ্র সৈকত। বিশেষজ্ঞদের তরফ থেকে জানা গিয়েছে, এই সকল মরা জেলিফিশদের সংস্পর্শে আসার ফলেই পর্যটকদের স্কিনে ফুসকুড়ি, ব়্যাশ, চুলকানি দেখা যাচ্ছে।

পর্যটকদের তরফ থেকে জানা গিয়েছে, সমুদ্রে নামার আগে পর্যন্ত কোন কিছু নেই আর স্নান করে ওঠার পরেই এমন অসহ্য যন্ত্রণা তাদের সহ্য করতে হচ্ছে। এই ঘটনার বিষয়টি চারদিকে চাওয়ার হওয়ার পর এখন অনেকেই পুরী যেতে ভয় পাচ্ছেন এবং সমুদ্রে নামা তাদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন : ১৪০ টাকা কমে হাওড়া পুরি বন্দে ভারতে সফর, সুযোগ করে দিচ্ছে রেল

দিন কয়েকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই পর্যটকের সংখ্যাতে খামটি দেখা গিয়েছে পুরীর সমুদ্রতট এলাকায়। এই ঘটনা নিয়ে ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা। তারা প্রশাসনের কাছে দাবি তুলেছেন এই সকল মৃত জেলিফিশদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার। অন্যদিকে প্রশ্ন উঠছে কিভাবে এত জেলিফিশের মৃত্যু ঘটলো। এর কারণ হিসাবে বিশেষজ্ঞ মহলের তরফ থেকে জানা গিয়েছে, ঘূর্ণিঝড় মোকা, তাপমাত্রা বৃদ্ধি এবং জোয়ারের কারণে এমন ঘটনা ঘটছে।