একবারে টাকা দেওয়ার দরকার নেই, ইএমআই করা যাবে টুরিস্ট ট্রেনে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এক ধাক্কায় যাতে গ্রাহকদের থেকে টাকা না খসে তার জন্য বাড়ি গাড়ি অথবা অন্যান্য সামগ্রী ক্রয় করার ক্ষেত্রে রয়েছে ইএমআই পদ্ধতি। তবে এবার এই ইএমআই পদ্ধতি চালু হচ্ছে ভারতীয় রেলেও। ভারতীয় রেলের এই ব্যবস্থার ফলে উপকৃত হবেন ভ্রমণপিপাসু বহু যাত্রী।

Advertisements

যাত্রীদের সুবিধার পাশাপাশি এই ব্যবস্থার ফলে ভারতীয় রেলের আয় বৃদ্ধি পাবে। পর্যটক ট্রেন বা টুরিস্ট ট্রেন থেকে আরও বেশি পরিমাণে ভারতীয় রেলের রোজগার হবে। কারণ এই ব্যবস্থার ফলে অনেকেই ভ্রমণের বিষয়ে উদ্যোগী হবেন। যাত্রীরা উদ্যোগী হলেই যাত্রী সংখ্যা বৃদ্ধি পাবে এবং রেলের আয় বাড়বে।

Advertisements

ভারতীয় রেলের তরফ থেকে এই ইএমআই ব্যবস্থা চালু করা হচ্ছে ভারত গৌরব টুরিস্ট স্পেশাল ট্রেনের মধ্য দিয়ে। সেখানেই শর্তসাপেক্ষে ইএমআই পরিষেবার মাধ্যমে প্যাকেজ ট্যুরের খরচ মেটানোর সুযোগ করে দিয়েছে আইআরসিটিসি। পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে।

Advertisements

এই বিষয়ে রেল মন্ত্রকের দাবি, করোনাকালে দু’বছর ধরে সাধারণ মানুষের হাতে সেই ভাবে টাকা আসেনি। এর পাশাপাশি ভারতীয় রেলও সেই ভাবে আয়ের মুখ দেখতে পায়নি। এমন পরিস্থিতিতে দুই পক্ষের সুবিধার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা করা হয়েছে। যাতে করে ভ্রমণপিপাসু যাত্রীদের একবারে টাকা দিতে না হয়।

আগামী জুন মাসের ২১ তারিখ নতুন দিল্লি থেকে যে ভারত গৌরব ট্রেনের সূচনা হবে সেই ট্রেনটিতে শ্রীরামায়ণ সার্কিটের সঙ্গে মোট ১২টি গুরুত্বপূর্ণ স্থান দেখানো হবে। এর সঙ্গে যুক্ত করা হয়েছে নেপালের দুটি দর্শনীয় স্থান। প্রায় ৮ হাজার কিলোমিটার এই ভ্রমণের জন্য মাথাপিছু খরচ হবে ৬২ হাজার ৩৭০ টাকা। এই খরচ যাত্রীরা চাইলে একবারে না দিয়ে ৩, ৬, ৯, ১২, ১৮ এবং ২৪ মাসের জন্য ইএমআই পদ্ধতিতে দিতে পারবেন।

Advertisements