পর্যটকদের জন্য দুঃসংবাদ! এত দিনের জন্য দার্জিলিঙে বন্ধ হল টয় ট্রেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বছরের বিভিন্ন সময় পর্যটকরা বিভিন্ন জায়গা ঘুরতে যান। ঘুরতে যাওয়া এই সকল জায়গার মধ্যে অন্যতম জনপ্রিয় একটি জায়গা হল দার্জিলিং (Darjeeling)। বিভিন্ন মরশুমে পাহাড়ের বিভিন্ন সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা পাহাড়ে হাজির হন। গ্রীষ্ম, শীত, বর্ষা প্রায় সবসময়ই পর্যটকদের ভিড় দেখা যায় পাহাড়ে।

Advertisements

পাহাড়, বিশেষ করে দার্জিলিং ঘুরতে যাওয়ার ক্ষেত্রে পর্যটকরা বিভিন্ন স্পট ঘুরে দেখার পাশাপাশি টয় ট্রেনে (Toy Train) জয় রাইড করে থাকেন। টয় ট্রেনে জয় রাইড করার জন্য বহু আগে থেকেই পর্যটকদের টিকিট কেটে রাখতে হয়। আগাম বুকিং না থাকলে হঠাৎ করে টয় ট্রেনের সিট পাওয়া যায় না। যে কারণে পর্যটকদের একাংশ জয় রাইডের জন্য মুখিয়ে থাকলেও তা সম্ভবপর হয় না।

Advertisements

তবে এমন জনপ্রিয় টয় ট্রেন এবার টানা এক মাসের জন্য বন্ধ থাকছে দার্জিলিঙে। দার্জিলিংমুখী পর্যটকদের কাছে এর থেকে আর দুঃসংবাদ কিছু হতে পারে না। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের তরফ থেকে সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে। বর্ষার সময় দার্জিলিঙে পর্যটকদের ভিড় কম থাকার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

Advertisements

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের তরফ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাত্রীসংখ্যা কম থাকার জন্য এক মাসের জন্য টয় ট্রেন বন্ধ থাকবে। টয়ট্রেন বন্ধ রাখার এই সময়সীমা শুরু হচ্ছে আগামী ১ জুলাই ২০২৩ থেকে ৩১ জুলাই ২০২৩ পর্যন্ত। এই সময়সীমায় বন্ধ থাকবে এনজেপি থেকে দার্জিলিং টয় ট্রেন। অন্যদিকে ৪ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত দার্জিলিং এনজেপি টয় ট্রেন বন্ধ থাকবে।

রেলের তরফ থেকে জানানো হয়েছে, পর্যাপ্ত পরিমাণে যাত্রী না থাকার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ষার মরশুমে পর্যটকরা এমনিতেই দার্জিলিং কম যাচ্ছেন এবং দার্জিলিং কম যাওয়ার ফলে টয় ট্রেনের যাত্রী সংখ্যা কমে গিয়েছে। বর্ষার পর যাত্রীসংখ্যা বৃদ্ধি পেলেই ফের আবার পরিষেবা আগের মতো চালু করা হবে।

Advertisements