ছাদে কৃত্রিম জলাশয় বানিয়ে ছট পুজো, নজির গড়লো বীরভূম

Amarnath Dutta

Updated on:

Advertisements

অমরনাথ দত্ত : বর্তমান করোনাকালে শারীরিক দূরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরী। পাশাপাশি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়াটাও ক্ষতিকর। তবে ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক রীতিনীতি! এসকল ক্ষেত্রেও স্বাস্থ্যবিধি মানায় উদাহরণ তৈরি করে নজির গড়লেন বীরভুমের বোলপুরের মিস্ত্রীপাড়ার শর্মা পরিবার।

Advertisements

বোলপুরের এই শর্মা পরিবারের ২০ জনের বেশি সদস্য রয়েছে। ছট পুজোর দিন যখন অন্যান্যরা নিকটবর্তী জলাশয়ে যাচ্ছেন ছট পুজো করতে ঠিক সে সময় তারা বাড়ির ছাদে পাটা এবং পলিথিন দিয়ে তৈরি করেছেন কৃত্রিম জলাশয়। আর ওই জলাশয়কেই মন থেকে নদী অথবা গঙ্গা রূপে মনে করে ছট মায়ের পুজো করছেন। ওই পরিবারের এমন পদক্ষেপ এবং উদ্যোগ যেমন নজির সৃষ্টি করেছে, ঠিক তেমনই এলাকার বাসিন্দারাও তাদের প্রশংসায় পঞ্চমুখ।

Advertisements

বোলপুরের ওই শর্মা পরিবারের অন্যতম সদস্য নন্দলাল শর্মা জানিয়েছেন, “দেশের বর্তমান করোনা পরিস্থিতি সকলকে ভাবিয়ে তুলেছে। এমত অবস্থায় কিভাবে সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে ছট পুজো করা যায় তাই আমাদের মাথায় ঘুরছিল। আর এরপরেই নিজেদের বাড়ির ছাদে কৃত্রিম জলাশয় তৈরি করে গঙ্গা দেবীকে স্মরণ করে ছট পুজোর আরাধনার চেষ্টা করছি।”

Advertisements

প্রসঙ্গত, এই নন্দ দুলাল বাবু কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন। তারপর তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। এপ্রসঙ্গে তিনি জানিয়েছেন, “আমি হাসপাতালে ভর্তি হয়ে বুঝতে পেরেছি করোনা কি জিনিস। আর আমার এই অভিজ্ঞতা থেকেই আমি এবং আমার পরিবার এই অভিনব পদক্ষেপের পথেই হেঁটেছি।”

Advertisements