টি-শার্ট থেকে হাওয়াই, এই ৫ কারণে চালান কাটতে পারেন না ট্রাফিক পুলিশ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশের অধিকাংশ মানুষের বাড়িতেই পৌঁছে গিয়েছে যানবাহন। সবার বাড়িতে চারচাকা না পৌঁছালেও দু’চাকার যানবাহন প্রায় পৌঁছে গিয়েছে বললেই চলে। যানবাহনের ক্ষেত্রে চার চাকা হোক অথবা দু’চাকা রাস্তায় বের করে চলাচলের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম (Motor Vehicle Act) মেনে চলতে হয়। সেই সকল নিয়ম না মানলে জরিমানার সম্মুখীন হতে হয় তাদের।

Advertisements

রাস্তায় যানবাহন নিয়ে যাতায়াত করার ক্ষেত্রে যেমন ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে গাড়ির কাগজপত্র সঙ্গে রাখতে হয়, ঠিক সেই রকমই আবার পোশাক-আশাকের ক্ষেত্রেও বেশকিছু নিয়ম রয়েছে। ঠিক সেই রকমই টি-শার্ট পরে কি বাইক চালানো যায় তা নিয়ে বিভিন্ন জনের মধ্যে প্রশ্ন ঘোরাফেরা করে। কারণ অনেকের মধ্যেই ধারণা টি-শার্ট পরে বাইক নিয়ে যাতায়াত করা মোটর ভেহিকেল আইন লঙ্ঘন করে।

Advertisements

কিন্তু জানিয়ে রাখা দরকার এই ধরনের কোন নিয়ম মোটর ভেহিকেল আইনে নেই। টি-শার্ট পরে যানবাহন চালানো অথবা হাফ হাতা জামা পরে যানবাহন চালানোর ক্ষেত্রে কোন রকম বিধি নিষেধ জারি করা নেই বলে জানিয়েছেন খোদ কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি। এই বিষয়টি বহু মানুষ না জানার কারণে অযথা ঘাবড়ে যান।

Advertisements

কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, ‘নতুন মোটর ভেহিকেল আইন অনুযায়ী হাফ-হাতা শার্ট পরে গাড়ি চালানোর জন্য চালানের কোনও বিধান নেই।’ এর পাশাপাশি হাওয়াই চটি পরে বাইক চালানোর ক্ষেত্রেও কোনরকম জরিমানার বিধি নেই নতুন মোটর ভেহিকেল আইনে।

মানুষের আরও যে সকল ধারণা রয়েছে সে সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী সতর্ক করে জানিয়েছেন, হাফ হাতা জামা অথবা টি শার্ট, লুঙ্গি, হাওয়াই চটি পরে মোটরবাইক চালানোর ক্ষেত্রে কোন চালান কাটা যায় না। এছাড়াও গাড়িতে বাড়তি আলো না লাগানো হলে, গাড়ির কাঁচ অপরিষ্কার থাকলেও কোন ট্রাফিক পুলিশ চালান কাটতে পারবেন না।

Advertisements