নিজস্ব প্রতিবেদন : পুলিশ মানেই ঘুসখোর, পুলিশ মানেই ৩৬ ঘা। পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষের এই সকল অভিযোগই রয়েছে দীর্ঘদিন ধরে। তবে এই সকল পুলিশদেরও মানবিক মুখ রয়েছে তা আবারও প্রমাণ করলেন এক ট্রাফিক পুলিশ। ওই ট্রাফিক পুলিশ রাস্তায় যানজট দেখে মরণাপন্ন রোগী নিয়ে যাওয়া এক অ্যাম্বুলেন্সকে রাস্তা করে দিতে দু’কিলোমিটার ছুটলেন। আর ওই ট্রাফিক পুলিশের সেই মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আসতেই দেশের মানুষ তাকে স্যালুট জানাতে শুরু করেছেন।
এমন মানবিক এবং মহৎ কাজ যে ট্রাফিক পুলিশ করেছেন তিনি হলেন হায়দ্রাবাদের একজন ট্রাফিক পুলিশ। তার পরিচয় সম্পর্কে জানা গিয়েছে তিনি একজন এইচটিপি অফিসার অর্থাৎ হায়দ্রাবাদ ট্রাফিক পুলিশ অফিসার। তার নাম জি বাবজি। ওই ট্রাফিক পুলিশ অফিসারের সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন আইপিএস অফিসার অনিল কুমার।
HTP officer Babji of Abids Traffic PS clearing the way for ambulance..Well done..HTP in the service of citizens..??@HYDTP pic.twitter.com/vFynLl7VVK
— Addl CP Traffic (@AddlCPTrHyd) November 4, 2020
ভিডিওতে দেখা যাচ্ছে যে, ট্রাফিক পুলিশ অফিসার জি বাবজি হায়দ্রাবাদের কোটি এলাকার ব্যাঙ্ক স্ট্রিটের কাছে প্রচন্ড জ্যাম লেগে যাওয়া কালীন একটি অ্যাম্বুলেন্স এসে আটকে পড়ে। অ্যাম্বুলেন্স আটকে পড়া দেখে ওই ট্রাফিক পুলিশ অফিসার অ্যাম্বুলেন্সের আগে আগে ছুটতে থাকেন এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা বাইক ও অন্যান্য গাড়িগুলিকে জায়গা করে দেওয়ার জন্য আর্জি জানান।
Today Mr.Babji Has Been Awarded by @CPHydCity . For his good Job. pic.twitter.com/eMkuSmIny1
— Arbaaz The Great (@ArbaazTheGreat1) November 5, 2020
আর এই ছুটে ছুটে আর্জি জানানোর পর রাস্তার বাইক এবং অন্যান্য গাড়িগুলি তাদের সাধ্যমতো অ্যাম্বুলেন্সকে জায়গা করে দেয়। জ্যাম থাকার কারণে কিছুটা বিলম্বিত হলেও অ্যাম্বুলেন্সটি নিশ্চিন্তে পৌঁছে যায় হাসপাতালে। আর এমন মানবিক এবং মহৎ কাজের পর ওই ট্রাফিক পুলিশ অফিসারকে হায়দ্রাবাদ পুলিশের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি ওই পুলিশ অফিসারের প্রশংসায় পঞ্চমুখ হন হায়দ্রাবাদের পুলিশ কমিশনার।