নিজস্ব প্রতিবেদন : দু’চাকা হোক অথবা চার চাকা, যেকোনো ধরনের যানবাহন রাস্তায় চালানোর জন্য নির্দিষ্ট নিয়ম (Traffic Rules) মেনে চলতে হয়। বিভিন্ন দেশের মত ভারত সরকারেরও দেশের রাস্তায় চলাচল করার জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে। আর সেই সকল নিয়ম না মানলে হাজার হাজার টাকা জরিমানা অবধারিত।
রাস্তায় যানবাহন চালানোর জন্য যেমন চালকের ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে সিট বেল্ট পরা, হেলমেট পরা, ট্রাফিক সিগনাল ইত্যাদি মেনে চলার রীতি রয়েছে ঠিক সেইরকমই আরও বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলি অনেকেই জানেন না। আর এই না জানা বিষয়গুলির মধ্যেই গরম থেকে বাঁচতে এখন অনেকেই গাড়িতে একটি জিনিস লাগাচ্ছেন আর তাতেই তাদের সমস্যায় পড়তে হচ্ছে। ট্রাফিক পুলিশ ধরলেই তাদের থেকে নেওয়া হচ্ছে ১০০০০ টাকা জরিমানা।
ভারত সরকারের তরফ থেকে যে সকল ট্রাফিক নিয়ম জারি করা হয়েছে, তার মধ্যে অন্যতম হলো ব্ল্যাক ফিল্ম বা ডার্ক ফিল্ম কোন গাড়ির কাঁচে লাগানো যায় না। এই ফিল্ম গাড়ির কাঁচে লাগানোর সূর্যের রোদ সরাসরি ভাবে গাড়ির ভিতর প্রবেশ করতে পারেনা। সূর্যের আলো সরাসরি ভাবে গাড়ির ভিতর প্রবেশ করতে না পারার কারণে গাড়ির ভিতরের গরম অনেকটাই কমে যায়। কিন্তু সুবিধা থাকলেও যেহেতু এই বিষয়টি ভারতে নিষিদ্ধ তাই তা একেবারেই আইনবিরুদ্ধ।
সম্প্রতি এই ঘটনায় লাগাম টানতে দেশের বিভিন্ন রাজ্যের ট্রাফিক পুলিশের তরফ থেকে অভিযান শুরু করা হয়েছে। সবচেয়ে বেশি অভিযান শুরু করা হয়েছে হরিয়ানা পুলিশের তরফ থেকে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে পুলিশের তরফ থেকে সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে। পুলিশের তরফ থেকে এই বিষয়টি নিয়ে এখন তোড়জোড় শুরু করা হয়েছে।
আরও পড়ুন ? IRCTC New Rule: ট্রেনের কনফার্ম টিকিট বাতিল করা মানেই মাথায় হাত! এখন এত টাকা কেটে নিচ্ছে IRCTC
গাড়ির কাঁচে যে ব্ল্যাক ফিল্ম লাগানো হয় তা বাজার থেকে কিনতে খরচ হয় মাত্র ২০০ থেকে ৩০০ টাকা। যে কারণে সস্তায় পাওয়া এই জিনিসটি বড় সংখ্যার গাড়িতে লাগানো হচ্ছে। আর পুলিশ অভিযান চালিয়ে যে সকল গাড়িতে এমন ব্ল্যাক ফিল্ম লাগানো দেখতে পাচ্ছে, সেই সকল গাড়ির কাঁচের ব্ল্যাক ফিল্ম তুলে দেওয়ার পাশাপাশি ওই গাড়ির মালিকদের থেকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হচ্ছে।
কাঁচে ব্ল্যাক ফিল্ম না লাগানো নিয়ে যে নিয়ম রয়েছে সেই নিয়ম জারি করা হয় ২০১২ সালের ১৯ মে। যে নিয়ম অনুযায়ী গাড়ির সামনে ও পিছনের কাঁচের দৃশ্যমান্যতা যথাক্রমে ৭০ শতাংশ ও ৫০ শতাংশ থাকা দরকার। দৃশ্যমান্যতা এর থেকে কম হলেই তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। আর নিয়ম অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা নেওয়া হবে।