নিজস্ব প্রতিবেদন : বাইক হোক অথবা চার চাকা, রাস্তায় বের করলেই ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির নথিপত্র সহ বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। এই সকল নিয়ম অনেকেই জানেন, আবার অনেকেই ছোট ছোট বেশ কিছু নিয়ম জানেন না যেগুলি জন্য জরিমানা দিতে হয় তাদের। ছোট ছোট বেশ কিছু নিয়ম রয়েছে, যেগুলি না মানলে ২০০০ টাকা জরিমানা গুনতে হতে পারে।
যানবাহনে যাতায়াত করার ক্ষেত্রে পথ নিরাপত্তার কথা মাথায় রেখে এই সকল একাধিক নিয়ম জারি করা হয়েছে ভারত সরকারের তরফ থেকে। অন্যদিকে এই নিরাপত্তার কথা মাথায় রেখে যাতে করে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হয় তার জন্য সম্প্রতি ১৯৮৯ মোটর ভেহিকল আইন এবং যানবাহন উৎপাদন নির্দেশিকাতেও বেশ কিছু পরিবর্তন এনেছে কেন্দ্র সরকার।
ট্রাফিক নিয়ম না মেনে গাড়ি চালানো, লাল আলো ক্রস করা অথবা হেলমেট না পরে বা সিট বেল্ট না লাগিয়ে গাড়ি চালানোর ক্ষেত্রে আগেই মোটা অংকের জরিমানা দেওয়ার নিয়ম লাগু রয়েছে। তবে এই সকল নিয়মের বাইরেও যে সকল ছোট ছোট নিয়ম অধিকাংশ মানুষকে মেনে চলতে দেখা যায় না সেই সকল নিয়মের ক্ষেত্রেও মোটা অংকের জরিমানা চালু করা হয়েছে।
মোটর ভেহিকল নিয়ম অনুসারে কোন বাইক আরোহী যদি ভারতের রাস্তায় বাইক চালানোর সময় ঠিকঠাক পোশাক না পরেন সে ক্ষেত্রেও জরিমানা দিতে হবে। এক্ষেত্রে বাইক চালানোর সময় পায়ে জুতো অথবা পা ঢাকা থাকে এমন চপ্পল পরেই বাইক চালাতে হবে। অন্যথায় ওই বাইক আরোহীকে এক হাজার টাকা জরিমানা গুনতে হবে।
একইভাবে বাইকের পিছনে বসে থাকা আরোহীকে অবশ্যই পূর্ণ দৈর্ঘ্যের ট্রাউজার এবং একটি শার্ট বা টি-শার্ট পরে থাকতে হবে। তা না হলে ২০০০ টাকা জরিমানা দিতে হবে। এই সকল ছোটখাটো নিয়মগুলি না মানলে চালককে আলাদা করে জরিমানা দেওয়ার জন্য টাকা গুণে রাখতে হবে।