নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো জনবহুল দেশে যানবাহনের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পথদুর্ঘটনা। এই পথদুর্ঘটনায় প্রতিদিন অজস্র মানুষের প্রাণহানির পাশাপাশি অজস্র মানুষ আহত হচ্ছেন। এসকল পথদুর্ঘটনা ঠেকাতে কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন ভেহিকেল সংশোধনী আইন পাস করা হয়েছে। নতুন এই সংশোধনী আইনে নিয়ম না মানলে জরিমানার পরিমাণ কয়েকগুণ বাড়ানো হয়েছে, পাশাপাশি নিয়ম না মানলে লাইসেন্স বাতিল হতে পারে এমন আইনও আনা হয়েছে।
সংশোধনী আইন অনুযায়ী মোটরবাইকে বাচ্চাকে নিয়ে যাওয়ার সময় চালককে বেশ কতকগুলি নিয়ম মেনে চলতে হবে। এই সকল নিয়ম মেনে না চলা হলে জরিমানা তো আছেই, জরিমানার পাশাপাশি লাইসেন্স বাতিলও হতে পারে। সরকার মূলত বাচ্চার সুরক্ষার কথা মাথায় রেখে এমন কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।
বাইকে বাচ্চা নিয়ে যাওয়ার সময় যে সকল নিয়ম মানতে হবে সেগুলি হল, বাচ্চার মাথায় হেলমেট থাকতে হবে, বিশেষ সুরক্ষা বর্ম থাকতে হবে, বেল্ট দিয়ে বেঁধে রাখতে হবে শিশুদের এবং বাইকের গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটারের বেশি হলে চলবে না। বাইক সহজে কোন ধরনের দু’চাকার যানবাহনের ক্ষেত্রে এই নিয়ম লাগু করা হয়েছে। এই নিয়ম লাগু হবে চার বছরের কম বয়সী বাচ্চাদের বাইকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে।
এই নিয়ম লঙ্ঘন করা হলে লঙ্ঘনকারী ব্যক্তিকে জরিমানা স্বরূপ দিতে হবে এক হাজার টাকা। পাশাপাশি বাজেয়াপ্ত করা হতে পারে ওই বাইক চালকদের লাইসেন্স। লাইসেন্স বাজেয়াপ্ত বা সাসপেন্ড করা হতে পারে তিন মাসের জন্য। কেন্দ্রীয় সড়ক মন্ত্রকের তরফ থেকে স্পষ্ট ভাবে এই নিয়মের কথা এবং জরিমানার কথা জানিয়ে দেওয়া হয়েছে।
কেন্দ্রের নিয়ম অনুযায়ী, যে সুরক্ষা বর্মের কথা বলা হয়েছে তা হালকা হতে হবে এবং হতে হবে ওয়াটারপ্রুফ। পাশাপাশি এই সুরক্ষা বর্মের ৩০ কেজি ওজন বহন করার মতো ক্ষমতা থাকতে হবে। এই সুরক্ষা বর্মের মাধ্যমেই বাইক এবং চালকের সঙ্গে শিশুকে বেঁধে রাখা হবে, যাতে করে যেন কোনোভাবেই শিশু বাইক থেকে ছিটকে পড়ে না যায়।