নিজস্ব প্রতিবেদন : গাড়ি নিয়ে রাস্তায় বের হলে ট্রাফিক নিয়ম মেনে চলাটা জরুরী। যারা গাড়ি চালান অথবা গাড়িতে চড়েন তারা এই সকল অনেক নিয়ম সম্পর্কে জ্ঞাত। এই সকল নিয়ম না মানলে মোটা অংকের জরিমানা গুনতে হয় তাও অনেকের জানা রয়েছে। কিন্তু ভারতে এমন ৫টি ট্রাফিক নিয়ম রয়েছে, যা অনেকেই জানেন না।
১) অন্য কোন গাড়ির রাস্তা আটকে গাড়ি দাঁড় করালে তা ট্রাফিক নিয়ম লঙ্ঘনের মধ্যে পড়ে তা অনেকেই জানেন। একই রকম ভাবে পার্কিং প্লেসে গাড়ি ঠিকঠাক পার্কিং না করলে তাও ট্রাফিক নিয়ম লঙ্ঘনের মধ্যে পড়ে। সেই জন্য গাড়ি পার্কিং করার সময় খেয়াল রাখতে হবে যাতে অন্য কোন গাড়ি পার্কিং করতে অথবা বের করতে অসুবিধা না হয়। এমনটা না করলে জরিমানার সম্মুখীন হতে হবে গাড়িচালক অথবা মালিককে।
২) পাবলিক প্লেসে ধূমপান করা নিষিদ্ধ। কিন্তু অনেক ব্যক্তিকেই দেখা যায় গাড়ি চালানোর সময় ধূমপান করে থাকেন। তবে গাড়ি চালানোর সময় ধূমপান করলে জরিমানার সম্মুখীন হতে পারেন চালক এবং গাড়িতে বসে থাকা অন্যান্যরা। যদিও এই নিয়ম লাগু রয়েছে কেবলমাত্র দিল্লির NCR -এ।
৩) অন্যের নামে থাকা গাড়ি চালানোর ক্ষেত্রে জেল পর্যন্ত হতে পারে। এই নিয়ম চালু রয়েছে চেন্নাইয়ে। অন্যান্য জায়গার ক্ষেত্রে অন্যের নামে থাকা গাড়ি চালানোর জন্য তার সম্মতিপত্র প্রয়োজন হয়।
৪) গাড়ি পার্কিং করা অবস্থায় যদি কোন কারণবশত চলতে শুরু করে তাহলে জরিমানার সম্মুখীন হতে হবে চালক অথবা গাড়ির মালিককে। পার্কিং প্লেস এবং ট্রাফিক সিগন্যালের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। সুতরাং এই বিষয়টি নজরে রাখতে হবে।
৫) অনেক গাড়িতেই এখন রয়েছে ইনফোটেনমেন্ট সিস্টেম। তবে এই সিস্টেম থাকলেও গাড়ি চলন্ত অবস্থায় কেউ যদি টিভি অথবা ভিডিও দেখে থাকেন তাহলে তিনি ধরা পড়লে জরিমানার সম্মুখীন হবেন। পার্কিং প্লেসে গাড়ি দাঁড়িয়ে থাকা অবস্থায় টিভি অথবা ভিডিও দেখলে কোন জরিমানার সম্মুখীন হতে হবে না।