গাড়ি চালানোর সময় ধূমপান করেন, ট্রাফিক নিয়মে হতে পারে মোটা অঙ্কের জরিমানা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সড়ক দুর্ঘটনার কারণে বিশ্বে যত সংখ্যক মানুষের মৃত্যু হয় তাদের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয় ভারতে। আন্তর্জাতিক রিপোর্ট থেকে জানা যাচ্ছে, বিশ্বে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ১২.৫ লক্ষ মানুষ মারা যায়। যাদের মধ্যে শুধুমাত্র ভারতেই প্রতি বছর ১.৫ লক্ষ মানুষের মৃত্যু হয়। এই পরিসংখ্যান দেখে আঁতকে ওঠার মতো হলেও উল্লেখযোগ্য বিষয় হলো ভারতে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমার মত লক্ষণ দেখা যাচ্ছে না।

Advertisements

তবে এই দুর্ঘটনার সংখ্যা যাতে কমে তার জন্য কেন্দ্র সরকার ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে। ২০২৪ সালের মধ্যে এই দুর্ঘটনার সংখ্যা ৫০ শতাংশে নামিয়ে আনার টার্গেট নিয়েছে কেন্দ্র। এই টার্গেট নেওয়ার পাশাপাশি কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন ট্রাফিক আইন আনা হয়েছে। নতুন ট্রাফিক আইন অনুযায়ী নিয়ম লঙ্ঘন করলে গাড়িচালকদের দশগুণ বেশি জরিমানা গুনতে হবে।

Advertisements

নতুন ট্রাফিক আইন অনুযায়ী কেবলমাত্র জরিমানার পরিমাণ কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে এমনটা নয়, এর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে নিয়মের জন্যও বেশ কিছু সংযোজন এবং বিয়োজন করা হয়েছে। মোটের ওপর নতুন আইন কেন্দ্র সরকার দুর্ঘটনার সংখ্যা কমানোর টার্গেট নিয়েই রুজু করেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisements

সেই রকমই গাড়ি চালানোর ক্ষেত্রে ধূমপান করার বিষয়ে একটি নিয়ম জারি করা হয়েছে। বহু চালককেই দেখা যায় গাড়ি চালানোর সময় ধূমপান করেন। এমনিতে প্রকাশ্যে ধূমপান করা নিষিদ্ধ থাকলেও গাড়ি চালানোর সময় ধূমপান করা বা না করা নিয়ে কোন নিয়ম আগে ছিল না। কিন্তু এখন নতুন নিয়ম অনুসারে গাড়ি চালানোর সময় ধূমপান করলে জরিমানা গুনতে হবে চালককে। যদিও এই নিয়ম এখন দেশের সব রাজ্যে চালু হয়নি।

বর্তমানে এই নিয়ম চালু রয়েছে দিল্লি NCR এলাকায়। গাড়ি চালানোর সময় চালকরা ধূমপান করলে অনেক সময় বিভ্রান্তির শিকার হন এবং দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। যে কারণেই এই নিয়ম এই এলাকায় জারি করা হয়েছে।

Advertisements