সস্তা হলো টিভি খরচ, নতুন বছরে গ্রাহকদের উপহার দিলো TRAI

নিজস্ব প্রতিবেদন : নতুন বছরের প্রথমেই গ্রাহকদের স্বস্তি দিয়ে সুখবর দিল ট্রাই। টিভি দেখার খরচ কম হতে চলেছে জানাচ্ছে তারা। কেবল টিভি থেকে ডিটিএইচ পরিষেবা সবই এবার গ্রাহকরা নাগালের মধ্যেই পাবেন বলে মনে করছে ট্রাই তাদের এই নতুন পদক্ষেপে।

নতুন বছরের নতুন অর্থবর্ষে অর্থাৎ ১ লা মার্চ থেকে এই টিভি দেখার খরচ কমছে। গ্রাহকরা কম টাকায় বেশি চ্যানেল দেখার সুযোগ পাচ্ছেন এবার। বর্তমানে আলাদা আলাদা করে পে চ্যানেল নেওয়ার ক্ষেত্রে গ্রাহকদের বিপুল পরিমাণ অর্থ খসাতে হয় পকেট থেকে। প্যাকেজ সিস্টেমের থেকে আলাদা আলাদা করে পে চ্যানেলের খরচ অনেকটাই বেশি পড়ে। এই ব্যবধান কমানোর জন্যই নতুন নির্দেশিকা জারি করেছে টেলিকম রেগুলেটর অথরিটি অফ ইন্ডিয়া। এছাড়াও আগামী ১৫ থেকে ৩০ শে জানুয়ারির মধ্যে ব্রডকাস্টার এবং এমএসও বা ডিটিএইচ সংস্থাগুলিকে প্রতিটি চ্যানেলের আলাদা আলাদা দাম ও প্যাকেজের দাম নিজেদের ওয়েবসাইটে ঘোষণা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, কেবল অপারেটর, এমএসও ও ডিটিএইচ সংস্থাগুলি আগামী পয়লা মার্চ থেকে ১৩০ টাকায় (কর ছাড়া), (নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি (এনসিএফ) নিতে পারবে) প্রথম ২০০ টি চ্যানেল দেখার সুযোগ দিতে হবে গ্রাহকদের। অর্থাৎ আগে এই টাকাতে দেখতে পাওয়া যেত ১০০ টি চ্যানেল। যার সংখ্যা বেড়ে এবার হলো দ্বিগুণ অর্থাৎ ২০০ টি।

আর এই ২০০ টি চ্যানেল বেছে নেওয়া গ্রাহকদের ব্যক্তিগত। পাশাপাশি যদি দেখা যায় এই ২০০ টি চ্যানেলের প্রত্যেকটি ফ্রি টু এয়ার চ্যানেল হয়ে থাকে তাহলে কেবল অথবা ডিটিএইচ সংস্থাগুলি গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ১৬০ টাকা ধার্য করতে পারবেন। এছাড়াও পে চ্যানেল যদি প্রথম ২০০ টি চ্যানেলের মধ্যে থাকে তাহলে গ্রাহককে আলাদা করে কোনও এনসিএফ দিতে হবে না। নির্দেশিকা অনুযায়ী, কোনও প্যাকেজের প্যাকে যদি এক বা একাধিক পে চ্যানেল থাকে, তা হলে ওই প্যাকের দাম পে চ্যানেলগুলির সম্মিলিত আ-লা-কার্ট দামের দুই তৃতীয়াংশের বেশি হবে না।