নতুন নিয়মে Sim Card পোর্ট বা MNP হবে ৭ দিনের বদলে ৩ দিনে

আগামী ১৬ই ডিসেম্বর থেকে চালু হচ্ছে সিমকার্ড বা মোবাইল নম্বর পোর্ট করার নতুন নিয়ম। বদলাচ্ছে পুরাতন সমস্ত নিয়ম।

নিজস্ব প্রতিবেদন : যেকোনো বিশেষ কারনের জন্য নিজের মোবাইল নম্বর পোর্ট করার প্রয়োজন পড়ে অনেকেরই। কিন্তু এবার ট্রাই মঙ্গলবার মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) র জন্য পূর্বে ব্যবহৃত বিধিগুলি সংশোধন করে নতুন ভাবে কিছু বিধি গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। মোবাইল নম্বর পোর্ট সংক্রান্ত যে প্রক্রিয়াগুলোকে আরও দ্রুত ও সাধারণের কাছে সহজবোধ্য এবং প্রক্রিয়ার সরলীকরণের জন্য এই রকম সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী ১৬ই ডিসেম্বর থেকে এই নতুন নিয়ম চালু হবে বলে জানা গিয়েছে।

ট্রাইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, একই পরিষেবা অঞ্চল বা সার্কেলের মধ্যে এই প্রক্রিয়ার সফল করার জন্য ৩ কার্য দিবসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আর একটি পরিষেবা অঞ্চল (সার্কেল) থেকে অন্য পরিষেবা অঞ্চলের মধ্যে এই প্রক্রিয়া কার্যকর করার জন্য ৫ কার্যদিনের সময় নির্ধারন করা হয়েছে।

একটি বিশেষ বিবৃতিতে এই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, “একই লাইসেন্সকৃত পরিষেবা অঞ্চলে স্বতন্ত্র পোর্টিংয়ের অনুরোধ ৩ কার্যদিবসে সম্পন্ন হবে; অন্যদিকে দুটি আলাদা লাইসেন্স পরিষেবা অঞ্চলে পোর্টিং অনুরোধ ও কর্পোরেট বিভাগের অধীনে সমস্ত পোর্টিং অনুরোধগুলি ৫ কার্যদিবসে সম্পন্ন হবে।”

বর্তমান এমএনপি নিয়ম চালু থাকবে আগামী ৯ই ডিসেম্বর পর্যন্ত। ১০ই ডিসেম্বর থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত এমএনপি পরিষেবা ব্যাহত থাকতে পারে। তার একটি অন্যতম কারন, এই প্রক্রিয়াতে যে সমস্ত সংস্থাগুলি জড়িত আছে তাদের পরিবর্তন করে নতুন নিয়মের মধ্যে আনা।

তবে শুধু এই একটি বিষয় নয়, এর বাইরেও কিছু পরিবর্তন হয়েছে। যেমন, ইউনিক পোর্টিং কোড বা ইউপিসির বৈধতা পূর্বের নির্ধারিত দিনের (১৪) পরিবর্তে তা বর্তমানে ৪ দিন করা হবে। কিন্তু জম্মু ও কাশ্মীর, আসাম ও উত্তর-পূর্ব এই এলাকাগুলিতে ইউপিসি কোডের ৩০ দিন পর্যন্ত অপরিবর্তিত থাকবে।