সেট টপ বক্স না বদলেই বদলানো যাবে অপারেটর, আসছে নতুন নিয়ম

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মোবাইল নম্বরের ক্ষেত্রে যেমন একই নম্বর রেখে অন্য নেটওয়ার্কে যাওয়া যায় অর্থাৎ MNP করা যায় ঠিক সেরকমই পদ্ধতি আসতে চলেছে DTH পরিষেবাতেও। একেবারে মোবাইল নম্বর MNP-র মতোই নিজের পছন্দমত DTH অপারেটর বেছে নিতে পারবেন গ্রাহকরা। এমন পদ্ধতি চালু করার জন্য গত ১০ই এপ্রিল ট্রাইয়ের পক্ষ থেকে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রককে সুপারিশ জানানো হয়েছে।

Advertisements

Advertisements

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া যে নির্দেশিকা জারি করেছে তাতে বলা হয়েছে, গ্রাহকরা আগামী দিনে যেসব সেট টপ বক্স পাবেন সেগুলি অবশ্যই এমন হতে হবে যাতে করে গ্রাহকরা তাদের ইচ্ছেমতো অপারেটর বদলাতে পারেন (Interoperable)। অর্থাৎ আগামী দিনে গ্রাহকদের হাতে আসতে চলেছে নতুন ধরনের সেট টপ বক্স।আর এই সেট টপ বক্স এলে গ্রাহকদের অপারেটর বদলানোর সময় নতুন করে আর সেট টপ বক্স কেনার খরচ করতে হবে না। আগের থাকা সেট টপ বক্সটিতেই কাজ হবে।

Advertisements

ট্রাই যে পদ্ধতি আনতে চলেছে তাতে গ্রাহকরা কানেকশন নেওয়ার সময় যেকোনো অপারেটর বেছে নিতে পারেন। পরে আবার তারা অন্য অপারেটরে চলেও যেতে পারেন। এমনকি এই পরিষেবা কেবল টিভির ক্ষেত্রেও লাগু হতে পারে। আর এমনটা হলে অবশ্যই উপকৃত হবেন দেশের কোটি কোটি গ্রাহক।

তবে এই নতুন নিয়ম কবে চালু হবে তা এখনো পর্যন্ত সরকারিভাবে ঘোষণা করা হয়নি। এই নতুন পদ্ধতি আনার জন্য কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রককে সুপারিশ করা হয়েছে। তবে বিভিন্ন সূত্র থেকে যেটুকু খবর পাওয়া যাচ্ছে তাতে আগামী ২০২১ সালের মধ্যেই এই পরিষেবা চালু হতে পারে।

Advertisements