Multiple Sim Card Rules: একাধিক সিম কার্ড থাকলেই পকেট থেকে খসবে বাড়তি টাকা? লাগবে ফি? বিজ্ঞপ্তি Trai-এর

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে অধিকাংশ মোবাইল ব্যবহারকারীদের কাছেই রয়েছে একের বেশি সিম কার্ড (Multiple Sim Card)। মোবাইল ব্যবহারকারীদের কাছে থাকা সিমকার্ডের সংখ্যা কারো কাছে দুই, তো আবার কারো কাছে চার পাঁচ-ও ছাড়িয়ে যায়। এইভাবে একাধিক সিম কার্ড ব্যবহার করা বন্ধ করতে নতুন নিয়ম (Multiple Sim Card Rules) জারি করেছে ট্রাই? গত কয়েকদিন ধরেই এইরকমই কিছু প্রতিবেদন পোস্ট করা হয়েছে বেশ কিছু জায়গায়।

Advertisements

সম্প্রতি যে সকল প্রতিবেদনে এমন পোস্ট করা হয়েছে সেই সকল প্রতিবেদনে দাবি করা হচ্ছে, কোন ব্যক্তির কাছে যদি একের বেশি সিম কার্ড অথবা অন্য কোন ফোন অর্থাৎ ল্যান্ডফোন ইত্যাদি সংযোগ থাকে তাহলে ওই ব্যক্তির থেকে বাড়তি ফি নিতে পারে ট্রাই (TRAI)। এমন দাবিকে ঘিরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। কেননা এখন এমন কোন মানুষ খুবই কম রয়েছে যাদের কাছে একটি করে সিম কার্ড বা একটি করে মোবাইল নম্বর রয়েছে।

Advertisements

যে সকল প্রতিবেদনে এমন দাবি করা হচ্ছে সেই সকল দাবির পরিপ্রেক্ষিতে তারা যে যুক্তি পেশ করেছে তা হল, দেশের প্রতিদিন মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে মোবাইল নম্বরের ঘাটতি দেখা দিয়েছে। প্রচুর গ্রাহক রয়েছেন যারা কম করে দুটি সিম কার্ড ব্যবহার করেন এবং দুটি সিম কার্ড থাকার কারণে একটি রিচার্জ করলেও অন্যটিতে রিচার্জ করার প্রয়োজন হয় না। অর্থাৎ অযথাই একটি নম্বরকে ব্লক করে রেখে দেন তারা।

Advertisements

আরও পড়ুন ? Cancel Illegal SIM: আর চলবে না ১৫ লক্ষের বেশি সিমকার্ড! বড় পদক্ষেপ নিচ্ছে সরকার, উপকৃত হবেন দেশের মানুষ

সর্বভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমন দাবির পরিপ্রেক্ষিতে যখন দেশজুড়ে নানান জল্পনা ছড়িয়ে পড়েছে সেই সময় মুখ খুলল ট্রাই এবং কেন্দ্রীয় টেলিকম বিভাগ। তাদের তরফ থেকে সম্প্রতি ওই সকল সমস্ত প্রতিবেদন এবং দাবী দাওয়াকে ভুয়ো বলে জানানো হয়েছে। তাদের তরফ থেকে জানানো হয়েছে, কোন ব্যক্তির কাছে একাধিক সিম কার্ড বা ফোন নম্বর থাকলে তার কাছ থেকে ফি নেওয়া হবে এই দাবি সম্পূর্ণ ভুয়ো। সাধারণ মানুষদের বিভ্রান্ত করার জন্যই এমন পোস্ট করা হয়েছে বলেও ট্রাইয়ের তরফ থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

মূলত এই ধরনের বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়ার পর দেশের বহু মানুষ রয়েছেন যারা আশঙ্কায় ভুগছিলেন। বহু মানুষ রয়েছেন যারা খরচ বাঁচানোর জন্য কখনো একটি কোম্পানির সিম কার্ড তো আবার কখনো অন্য কোন কোম্পানির সিম কার্ড ব্যবহার করে থাকেন। স্বাভাবিকভাবেই এই ধরনের গ্রাহকদের যদি বাড়তি টাকা দিতে হয় তাহলে তা খুবই চিন্তার কারণ হয়ে দাঁড়াবে বলেই আশঙ্কা করা হচ্ছিল। আর এই সকল আশঙ্কা শেষমেষ দূর করল ট্রাই এবং দেশের টেলিকম বিভাগ।

Advertisements