বাইক, গাড়ির মত মিলবে আস্ত ট্রেনও, ১ কোটি টাকা দিলেই স্বপ্নপূরণ

SHARMISTHA CHATTERJEE

Updated on:

Advertisements

শর্মিষ্ঠা চ্যাটার্জী : বাইক বা গাড়ি এসব কেনার স্বপ্ন তো অনেকের থাকে, তবে এবার কিন্তু তা আর গাড়ি আর বাইকে সীমাবদ্ধ নয়। সামর্থ্যে কুলোলে আপনিও কিন্তু ভাড়া নিতে পারেন আস্ত ট্রেন! শুনতে বিস্ময় লাগলেও খবরটা কিন্তু মিথ্যে নয়। কিছু শর্ত আর তার সাথে সিকিরিউটি ডিপোজিট বাবদ নগদ ১ কোটি টাকা রেল কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন আস্ত ট্রেন আপনার।

Advertisements

সম্প্রতি রেল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, ‘ভারত গৌরব ট্রেন’ সংস্থা নতুন ১৮০টি ট্রেনের সূচনা করতে চলেছে। বাসের মতো এবার ট্রেনের ক্ষেত্রেও রাজ্যের যেকোনো স্থান থেকে পর্যটনের উদ্যেশ্যে চলবে এই ট্রেন। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা রেল পরিষেবা সংক্রান্ত যাবতীয় পরিকাঠামো থেকে চুক্তি জানিয়ে দেবেন।

Advertisements

এই ট্রেন ভাড়া নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন পর্যটন সংস্থাগুলি, কর্পোরেট সংস্থাগুলি এমনকি ব্যক্তিগতভাবেও নেওয়া যাবে এই ট্রেন। ট্রেন ভাড়া নেওয়ার ক্ষেত্রে সময়সীমা ধার্য করা হয়েছে দু’বছর থেকে দশ বছর পর্যন্ত। বিশেষ চুক্তি এবং কিছু শর্তের মাধ্যমে নেওয়া যাবে এই ট্রেনের মালিকানা।

Advertisements

ট্রেন ভাড়া নেওয়ার ক্ষেত্রে যে যে পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে সেগুলির মধ্যে রয়েছে, আগে গেলে আগে পাবেন এই পদ্ধতি দেওয়া হবে। রেজিস্ট্রেশন ফিজ হিসেবে প্রথমেই এক লক্ষ টাকা জমা করতে হবে। ট্রেন নেওয়ার ক্ষেত্রে রক্ষনাবেক্ষণ, কর্মীদের বেতন বাবদ রেক প্রতি এক কোটি টাকা সিকিউরিটি ডিপোজিট করতে হবে।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, টাকার অঙ্ক ঠিক কতটা দাঁড়াবে তা নির্ভর করবে কত বছরের চুক্তি হবে, ট্রেনের দূরত্ব, রুটের দূরত্বের ওপর। ১৪ থেকে ২০ কোচের ট্রেনে বিজ্ঞাপন দিতে পারবে ওই সংস্থা। রেলের হাতে অপারেশনের দায়িত্ব থাকলেও যাত্রী সংগ্রহ করার ভার থাকবে ট্রেন ভাড়া যাঁরা নেবেন তাদের ওপরেই। কেবলমাত্র পর্যটন রুটের ক্ষেত্রেই এই ট্রেন ব্যবহার করা যাবে। নিয়মিত যাত্রী পরিবহনের ক্ষেত্রে হবে না ব্যবহার।

Advertisements