Train Cancellations: আগামী শনি ও রবিবার ট্রেন বন্ধ, হাওড়া ডিভিশনে ফের অসুবিধার মুখে নিত্যযাত্রীরা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Train Cancellations: আগামীকাল অর্থাৎ শনি এবং রবিবার হাওড়া ডিভিশনে নিত্যযাত্রীরা বেশ অসুবিধায় পড়তে চলেছেন। তার কারণ শনি এবং রবিবার মিলে মোট ২৯ টি ট্রেন বন্ধ থাকবে। শনিবার বন্ধ করা হয়েছে ৩টি এবং বাকি ২৬ টি ট্রেন বন্ধ থাকবে রবিবার। এই ট্রেন বন্ধের পেছনে কারণ হিসেবে জানা গেছে ব্রিজের রক্ষণাবেক্ষণ। আসলে নসিবপুর এবং হাওড়া ডিভিশনের দিয়ারা মধ্যবর্তী দেশ ১৬ নম্বর ব্রিজটি রয়েছে এবং সিঙ্গুর ও নসিবপুরের মাঝখানে যে ১১ নম্বর ব্রিজটি রয়েছে, সেই ব্রিজের পুনঃনির্মাণের কাজ চলবে আর এই কারণেই বন্ধ থাকবে ট্রেন।

Advertisements
কোন কোন হাওড়া-তারকেশ্বর লোকাল শনিবার বন্ধ (Train Cancellations):
  1. ৩৭৩৪৯ হাওড়া-তারকেশ্বর লোকাল বন্ধ থাকতে চলেছে।
  2. ৩৭৩৫১ হাওড়া-তারকেশ্বর লোকাল বন্ধ থাকতে চলেছে।
  3. ৩৭৩৫৪ তারকেশ্বর-হাওড়া লোকাল বন্ধ থাকতে চলেছে।
কোন কোন হাওড়া-তারকেশ্বর লোকাল রবিবার বন্ধ:
  1. ৩৭৩০৯ হাওড়া-তারকেশ্বর লোকাল বন্ধ থাকতে চলেছে।
  2. ৩৭৩৫৩ হাওড়া-তারকেশ্বর লোকাল বন্ধ থাকতে চলেছে।
  3. ৩৭৩১১ হাওড়া-তারকেশ্বর লোকাল বন্ধ থাকতে চলেছে।
  4. ৩৭৩১৩ হাওড়া-তারকেশ্বর লোকাল বন্ধ থাকতে চলেছে।
  5. ৩৭৩১৫ হাওড়া-তারকেশ্বর লোকাল বন্ধ থাকতে চলেছে।
  6. ৩৭৩১৭ হাওড়া-তারকেশ্বর লোকাল বন্ধ থাকতে চলেছে।
কোন কোন হাওড়া-গোঘাট লোকাল রবিবার বন্ধ:
  1. ৩৭৩৭১ হাওড়া-গোঘাট লোকাল বন্ধ থাকতে চলেছে।
  2. ৩৭৩৭৩ হাওড়া-গোঘাট লোকাল বন্ধ থাকতে চলেছে।
কোন কোন শেওড়াফুলি-তারকেশ্বর লোকাল রবিবার বন্ধ (Train Cancellations):
  1. ৩৭৪১১ শেওড়াফুলি-তারকেশ্বর লোকাল বন্ধ থাকতে চলেছে।
  2. ৩৭৪১৫ শেওড়াফুলি-তারকেশ্বর লোকাল বন্ধ থাকতে চলেছে।
কোন হাওড়া-আরামবাগ লোকাল রবিবার বন্ধ:
  1. ৩৭৩৫৯ হাওড়া-আরামবাগ লোকাল বন্ধ থাকতে চলেছে।
কোন হাওড়া-হরিপাল লোকাল রবিবার বন্ধ:
  1. ৩৭৩০৭ হাওড়া-হরিপাল লোকাল বন্ধ থাকতে চলেছে।

আরও পড়ুন: এবার যানজট মুক্ত হবে হাওড়া, এলিভেটেড করিডোর তৈরির পরিকল্পনা

কোন কোন তারকেশ্বর-হাওড়া লোকাল রবিবার বন্ধ (Train Cancellations):
  1. ৩৭৩১২ তারকেশ্বর-হাওড়া লোকাল বন্ধ থাকতে চলেছে।
  2. ৩৭৩১৪ তারকেশ্বর-হাওড়া লোকাল বন্ধ থাকতে চলেছে।
  3. ৩৭৩১৬ তারকেশ্বর-হাওড়া লোকাল বন্ধ থাকতে চলেছে।
  4. ৩৭৩১৮ তারকেশ্বর-হাওড়া লোকাল বন্ধ থাকতে চলেছে।
  5. ৩৭৩২০ তারকেশ্বর-হাওড়া লোকাল বন্ধ থাকতে চলেছে।
  6. ৩৭৩৫৬ তারকেশ্বর-হাওড়া লোকাল বন্ধ থাকতে চলেছে।
  7. ৩৭৩২২ তারকেশ্বর-হাওড়া লোকাল বন্ধ থাকতে চলেছে।
  8. ৩৭৩২৮ তারকেশ্বর-হাওড়া লোকাল বন্ধ থাকতে চলেছে।
কোন কোন তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল রবিবার বন্ধ:
  1. ৩৭৪১২ তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল বন্ধ থাকতে চলেছে।
  2. ৩৭৪১৬ তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল বন্ধ থাকতে চলেছে।
রবিবার বন্ধ থাকবে অন্যান্য যে ট্রেনগুলি (Train Cancellations):
  1. ৩৭৩৭২ গোঘাট-হাওড়া লোকাল বন্ধ থাকতে চলেছে।
  2. ৩৭৩৯০ গোঘাট-তারকেশ্বর লোকাল বন্ধ থাকতে চলেছে।
  3. ৩৭৩৬০ আরামবাগ-হাওড়া লোকাল বন্ধ থাকতে চলেছে।
  4. ৩৭৩০৮ হরিপাল-হাওড়া লোকাল বন্ধ থাকতে চলেছে।
Advertisements