Bara Gopalpur Station: দীর্ঘ প্রতীক্ষার অবসান, বড় গোপালপুরে পৌঁছাল ট্রেন, উচ্ছ্বাসে মাতোয়ারা গোটা এলাকা

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Bara Gopalpur Station: দীর্ঘদিনের স্বপ্ন পূরণ! বছর পর বছর ধরে চলা জটিলতা, আন্দোলন ও বাধা কাটিয়ে অবশেষে বড় গোপালপুরের মাটিতে গড়াল রেলের চাকা। তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপথে সি আর এস (কমিশনার অফ রেলওয়ে সেফটি) ট্রায়াল সফলভাবে সম্পন্ন হওয়ায় গোটা এলাকায় যেন উৎসবের আবহ তৈরি হয়েছে। এই রেলপথ শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতি করবে না, বরং এলাকার অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের দরজা খুলে দেবে। নতুন কর্মসংস্থান সৃষ্টি থেকে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি, এই রেলপথ (Bankura Train Service) বড় গোপালপুরের ভবিষ্যৎ বদলে দেওয়ার প্রতিশ্রুতি বহন করছে।

Advertisements

ময়নাপুর থেকে বড় গোপালপুর (Bara Gopalpur Station) পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চলাচল শুক্রবার রেল সেফটি বিভাগের তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয়। এই সাফল্যের খবরে বড় গোপালপুরের বাসিন্দাদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ বয়ে গেছে। রেললাইন চালু হওয়ার স্বপ্ন এতদিন যাঁরা শুধু কল্পনা করতেন, আজ তা বাস্তবে পরিণত হয়েছে। এলাকাবাসীর আনন্দ দেখে মনে হচ্ছিল, যেন বহুদিনের প্রতীক্ষার পর তাঁরা তাঁদের প্রাপ্য অধিকার ফিরে পেয়েছেন। স্টেশনে ছোট-বড়ো সবাই উপস্থিত হয়ে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছেন।

Advertisements

তবে এই রেলপথ নির্মাণের পথ মোটেই সহজ ছিল না। ভাবাদিঘি সংলগ্ন জমি জটিলতা ও বাঁকুড়ার কোতুলপুর ব্লকের হেতাল গ্রামের বাসিন্দাদের আন্দোলনের কারণে বহু বছর ধরে এই প্রকল্প বন্ধ ছিল। প্রশাসনের সক্রিয় ভূমিকার ফলে দ্রুতগতিতে সমস্যার সমাধান হয় এবং মাত্র কয়েক মাসের মধ্যেই কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। বড় গোপালপুর (Bara Gopalpur Station) পর্যন্ত ট্রেন চলাচল শুরু হওয়ায় এলাকার মানুষ মনে করছেন, তাঁরা শহরের সঙ্গে আরও সহজে সংযুক্ত হতে পারবেন। শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন জীবনযাত্রা অনেকটাই সহজ হয়ে যাবে বলে তাঁদের বিশ্বাস।

Advertisements

আরও পড়ুন:Indian RailwaysIndian Railways: বাংলার রেলব্যবস্থা সেজে উঠছে নতুনভাবে, বরাদ্দ টাকার পরিমাণ অবাক করার মতো

এতদিন ময়নাপুর পর্যন্তই সীমাবদ্ধ ছিল রেল পরিষেবা। তবে এবার সি আর এস পরীক্ষার মাধ্যমে বড় গোপালপুর (Bara Gopalpur Station) পর্যন্ত রেল পরিষেবা আরও এক ধাপ এগোল। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, পরীক্ষার রিপোর্ট সন্তোষজনক হলে খুব দ্রুত এই পথে নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে। এই রেলপথ চালু হওয়া শুধু যাতায়াতের সুবিধাই আনবে না, বরং এলাকার অর্থনৈতিক ও সামাজিক প্রগতির ভিত্তি গড়তে সাহায্য করবে। স্থানীয় এক প্রবীণ নাগরিক বলেন এটি শুধু একটি ট্রেন নয়, বরং তাদের গ্রামকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে যাওয়ার একটি উপায়।

বড় গোপালপুরের (Bara Gopalpur Station) মানুষের জীবনে এই রেলপথ যে কীভাবে পরিবর্তন আনবে, তা ভাবতেই আনন্দিত হচ্ছেন তাঁরা। ব্যবসা-বাণিজ্য থেকে শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবা থেকে কর্মসংস্থান—সব ক্ষেত্রেই এই রেলপথ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্থানীয় মানুষের বিশ্বাস, এটি গোটা এলাকার জন্য এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা।

Advertisements