৮ ঘন্টা হাওড়ায় বন্ধ থাকবে ট্রেন চলাচল, চলবে লাইন মেরামতির কাজ

নিজস্ব প্রতিবেদন : রেল যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে একগুচ্ছ পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছে রেল। এবার হাওড়া কারশেড এলাকায় ট্রেন লাইনের সুরক্ষা যাচাই ও তা আরও সুরক্ষিত করতে শুরু হচ্ছে কাজ। যে কারণে হাওড়া থেকে ৮ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাতিল করার পাশাপাশি সময় পরিবর্তন করা হয়েছে একাধিক ট্রেনের।

আগামী শনিবার রাত্রি ১১:৪৫ থেকে পরদিন অর্থাৎ রবিবার সকাল ৭:৪৫ পর্যন্ত এই ডেড স্টপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে কারণে আপ ও ডাউন দুই পাঁশকুড়া লোকালকে (৩৮৪০৫ ও ৩৮৪০৮) বাতিল ঘোষণা করা হয়েছে। রবিবার সকালের আপ ইস্পাত এক্সপ্রেস সকাল ৬.৫৫ মিনিটের পরিবর্তে সেদিনই সকাল ৯.১০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। ফলকনামা এক্সপ্রেস সকাল ৭.২৫ মিনিটের পরিবর্তে ছাড়বে সকাল ৯.২০ মিনিটে। দিঘাগামী তাম্রলিপ্ত এক্সপ্রেসকে রবিবার সাঁতরাগাছি থেকে ছাড়া হবে। এছাড়াও ওই সময়ের মধ্যে তিনটি ডাউন ট্রেনকে খড়গপুর ডিভিশনের বিভিন্ন স্টেশনে আটকে রাখা হবে। যেমন ডাউন কোরাপুট এক্সপ্রেসকে দু’ঘণ্টা খড়গপুরে আটকে রাখা হবে, যশবন্তপুর এক্সপ্রেসকে ১ ঘণ্টা ৫০ মিনিট ও কার্যযোগ এক্সপ্রেস ১ ঘন্টা ৩৫ মিনিট খড়গপুরের কোনও জায়গায় আটকে রাখা হবে।

হাওড়া ডিভিশন রেলওয়ের তরফ থেকে জানা গিয়েছে, রেলযাত্রীদের যাত্রাপথ আরও সুরক্ষিত ও উন্নত করতে রেল কারশেডের ক্রসিং পয়েন্টে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। যার জন্য এই রেল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার রাত্রি থেকে রবিবার সকাল পর্যন্ত ৮ ঘন্টা।